Heeramandi Teaser: প্রকাশ্যে বনশালীর ‘হীরামণ্ডী’র টিজার, ফার্স্টলুকেই নজরকাড়া ৬ ‘রানি’…

| Feb 18, 2023, 19:37 PM IST
1/7

'হীরামণ্ডী'-র টিজার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম দর্শনেই নজর কাড়লেন সঞ্জয় লীলা বনশালীর ছয় রানি। শনিবার প্রকাশ্যে এল পরিচালকের প্রথম টিজার ‘হীরামণ্ডী’র টিজার।  

2/7

'হীরামণ্ডী'-র টিজার

গঙ্গুবাই কাথিয়াওয়ারির পর ফের গণিকাদের জীবন নিয়ে চিত্রনাট্য লিখেছেন বনশালী। তবে এবার ছবি নয়, এবার সিরিজ তৈরি করেছেন তিনি।  

3/7

'হীরামণ্ডী'-র টিজার

টিজারের প্রথমেই লেখা, যেখানে গণিকারাই রানি। গল্পের কেন্দ্রস্থল হীরামণ্ডী, যা স্বাধীনতাপূর্ব ভারতবর্ষের লাহোরে অবস্থিত।  

4/7

'হীরামণ্ডী'-র টিজার

সোনালি পোশাকে টিজারে নজর কাড়লেন সেই ছয় রানি-মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, সঞ্জীদা শেখ, শর্মিন সেহেগল। টিজার লঞ্চেও হাজির ছিলেন তাঁরা।  

5/7

'হীরামণ্ডী'-র টিজার

এই সিরিজ নিয়ে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অনেকের নাম। অবশেষে প্রকাশ্যে এলেন ছয় নায়িকা। প্রথম ঝলকে মধ্যমণি সোনাক্ষীর সঙ্গে রেখার তুলনা টানতেও ভুললেন না নেটিজেনরা।  

6/7

'হীরামণ্ডী'-র টিজার

সঞ্জয় এক সাক্ষাৎকারে বলেন, হীরামণ্ডী তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন একটি কাজ। ওয়েব সিরিজ়ের আটটি এপিসোড বানাতে গিয়ে আটটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানানোর মতো পরিশ্রম করতে হয়েছে তাঁকে।  

7/7

'হীরামণ্ডী'-র টিজার

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘অন্য সময়, অন্য যুগ, অন্য ম্যাজিকাল দুনিয়া তৈরি করেছেন সঞ্জয় লীলা বনশালী।’