অবিশ্বাস্য! ১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Sep 14, 2018, 19:13 PM IST
1/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 1

স্পেনের মালাগায় অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। সেখানে সোনা জিতেছেন ১০২ বছর বয়সী মান কউর।

2/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 2

এই বয়সে এখনও জিমে যান মান কউর। এমনকী নিয়মিত মাঠে গিয়ে শারীরিক কসরতও করেন।

3/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 3

ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন তিনি। ১০০-১০৪ বয়সীদের গ্রুপে নেমেছিলেন মান।

4/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 4

প্রচণ্ড অনুশাসনে জীবন কাটান মান কউর। দুই বেলা রুটি খান নিয়ম করে। এছাড়া ফলের জুস ও বাদাম থাকে রোজকার খাবার তালিকায়।

5/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 5

তাঁকে বলা হয় মিরাকল অফ চণ্ডীগড়। ৯৩ বছর বয়সে তিনি অ্যাথলেটিক্সে নাম লিখিয়েছেন।

6/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 6

গত বছর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আয়োজিত ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০১১ জাতীয় গেমসে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন মান কউর। 

7/7

১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর

Mann Kaur Will Give You Fitness Goals 7

মান কউরের ছেলে গুরদেবের বয়স ৭৮ বছর। তিনিও একজন অ্যাথলিট। গুরদেবের থেকেই প্রথম অনুপ্রেরণা পান মান।