হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন খট্টর; মানুষকে অপমান করেছেন দুষ্মন্ত, তোপ হুড়ার

Oct 27, 2019, 15:34 PM IST
1/5

S 5

S 5

জোটের জট কাটিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন মনোহর লাল খট্টর। চণ্ডীগড়ে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য।

2/5

S 4

S 4

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কার্য নির্বাহী সভাপতি জে পি নাড্ডা, অকালি দল প্রধান প্রকাশ সিং বাদল প্রমুখ।

3/5

S 3

S 3

সমঝোতা মতো রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা।

4/5

S 2

S 2

ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালা। শনিবারই তিনি তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অজয়। সাংবাদিকদের তিনি বলেন, এর থেকে বড় দেওয়ালি আর কী হতে পারে। কংগ্রেস অনেক কিছুই বলবে। আশাকরি ৫ বছর পূর্ণ করবে এই সরকার।

5/5

s 1

s 1

এদিকে, বিজেপি-জেজেপি সরকার গঠনের তীব্র সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রধান বি এস হুড়া। মানুষের জনাদেশকে অপমান করেছে জেজেপি। কাকে ভোট দিল জেজেপি সমর্থকরা। আর কাকে সমর্থন দিল দল!