কোথাও রঙে ভাসল তৃতীয় লিঙ্গ, কোথাও ঘুড়ি উড়িয়ে সূচনা বসন্ত উৎসবের...
Holi: দোলের আগেই দোল। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ির তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। একটি সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলির আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসব। এদিকে ঘুড়ি-উৎসবের মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা জলপাইগুড়িতে।
প্রদ্যুৎ দাস: দোলের আগেই দোল। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ির তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। YRG Care Jalpaiguri নামে একটি সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলির আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসব। এদিকে ঘুড়ি-উৎসবের মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা জলপাইগুড়িতে।
1/7
শোভাযাত্রায় তৃতীয় লিঙ্গের মানুষ
2/7
স্বাস্থ্য, সংস্থানের প্রতিশ্রুতি
photos
TRENDING NOW
3/7
আনন্দমুখর একটি উপহার
4/7
বসন্তের নীলাকাশে উড়ল রঙ বেরঙের ঘুড়ি
5/7
লাটাই ও ঘুড়ি নিয়ে এই উৎসবে যোগ অনেকেরই
6/7
লাল, নীল, সাদা, হলুদ
7/7
আগাম বসন্ত-উৎসব
সরকারি প্রাথমিক স্কুলে পালিত হল আগাম বসন্ত-উৎসব। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে রঙে রাঙিয়ে দিল বিদ্যালয়ের কচিকাঁচারা। জলপাইগুড়ি বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় রামকৃষ্ণপল্লি মোহিতনগরে দেখা গেল এ দৃশ্য। বিদ্যালয়ের কচিকাঁচা, তাদের অভিভাবক ও প্রাক্তনীদের নিয়ে সবুজ চা বাগানের কোলে শোভাযাত্রা এবং রঙিন অনুষ্ঠান। দোল উৎসব উপলক্ষে বিদ্যালয়ের সকলের জন্য ছিল দুপুরের আহারের আয়োজন-- ভাত, ফুলকপির ডালনা ও মিষ্টি।
photos