Exclusive: জঙ্গলমহলে ফের সক্রিয় মাওবাদীরা, মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে আতঙ্ক
কিষেণ জি'র মৃত্যুবার্ষিকীর আগে থমথমে জঙ্গলমহল
1/6
জঙ্গলমহল হইতে সাবধান!
2/6
কিষেন জি'র দশম মৃত্যুবার্ষিকী
photos
TRENDING NOW
3/6
মার্কিন সতর্কতা
4/6
বনধে শুনশান জঙ্গলমহল
Exclusive: জঙ্গলমহলে ফের সক্রিয় মাওবাদীরা, মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে আতঙ্ক, মিলল একাধিক পোস্টার!#Maoists #JangalMahal pic.twitter.com/P1IIsPjpLr
— zee24ghanta (@Zee24Ghanta) November 23, 2021
গত ১০ বছরে জঙ্গলমহলে একাধিকবার বনধ ডেকেছে মাওবাদীরা। তবে সেভাবে বনধের প্রভাব পড়েনি। কারণ সাধারন মানুষের সমর্থন হারিয়েছিল মাওবাদীরা। কিন্তু এই প্রথম বনধে শুনশান জঙ্গলমহল। এখানেই কপালে ভাঁজ পড়ে প্রশাসনের। তাহলে কি মানুষের সমর্থন ফিরে পাচ্ছে মাওবাদীরা? সম্প্রতি বিভিন্ন এলাকায় পোষ্টার, ল্যান্ডমাইন উদ্ধার হওয়াও এর একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কিভাবে?
5/6
মাওবাদীদের হাতিয়ার নেতাদের 'দুর্নীতি'
যে সমস্ত এলাকায় বনধ সবচেয়ে বেশি সফল হয়েছে, সেখানকার মানুষেরও কথাতেই, ফের মাওবাদী সংগঠন গড়ে ওঠার ইঙ্গিত মিলেছে। উন্নয়নের জন্য আসা টাকাই মাওবাদীদের জঙ্গলমহলে ফের নতুন করে সমর্থন জুগিয়েছে। অভিযোগ, কারণ উন্নয়নের টাকার বেশির ভাগটাই নাকি নেতাদের পকেটে গিয়েছে। এই দুর্নীতিকে হাতিয়ার করেই গ্রামের মানুষদের থেকে সমর্থন জোগার করেছে মাওবাদীরা।
6/6
নেতাদের বিরুদ্ধে মাও পোস্টার
ইতিমধ্যে নেতাদের দুর্নীতির বিরুদ্ধে একধিক পোষ্টারও পড়েছে। গোয়েন্দা সূত্রে খবর, লালগড়ে যে দুটো ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল, সেগুলো নাকি ২৪ তারিখের জন্যই প্রস্তুত করা হয়েছিল। যার মধ্যে একটি ছিল একদমই নতুন ধরনের প্রযুক্তিতে তৈরি এবং অসম্ভব শক্তিশালী। তাই এবার কিষেন জি'র মৃত্যুবার্ষিকীর আগে থমথমে গোটা জঙ্গল মহল।
photos