IPL 2021: মাস্ক এবং পিপিই কিটে ধোনিদের চেনা দায়! মুম্বই পর্ব শেষ করে CSK চলল দিল্লি

Apr 26, 2021, 22:22 PM IST
1/5

চেন্নাই সুপার কিংস (CSK) আবার চেনা ছন্দে৷ আইপিএলে নিজেদের 'ব্র্যান্ড অফ ক্রিকেট' খেলে পরপর ম্যাচ জিতে এমএস ধোনির (MS Dhoni) বিশ্ববন্দিত দল ফের লিগ তালিকায় শীর্ষে৷ আট পয়েন্ট নিয়ে লিগের ফার্স্ট বয় ইয়েলো আর্মি৷   

2/5

চেন্নাই শেষ পাঁচটি ম্যাচ খেলল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ এবার আরবসাগরের তীরবর্তী শহর ছেড়ে চেন্নাই এক্সপ্রেস ছুটল দেশের রাজধানীতে৷ এবার দিল্লি লেগ শুরু হলো চেন্নাইয়ের৷ অরুণ জেটলি স্টেডিয়ামে (আগের নাম ফিরোজ শাহ কোটলা) চার ম্যাচ খেলবে হলুদ জার্সিধারীরা৷ আগামী বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি লেগের শুরু করছে চেন্নাই৷

3/5

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারত আজ বিধ্বস্ত৷ এর মধ্যেই খেলোয়াড়দের রাখা হচ্ছে জৈব বলয়ের মধ্যে৷ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলি কোনও ফাঁক রাখছে না৷

4/5

ধোনি-রায়না ও ডোয়েন ব্র্যাভোদের দেখে চেনাই দায়! মাস্কে ঢাকা মুখ ও পিপিই কিটে শরীর! নিউ নর্ম্যালের সঙ্গে মানিয়ে নিয়েছেন প্লেয়ারারও৷ এছাড়া আর কোনও উপায় নেই৷ দর্শক শূন্য স্টেডিয়াম, মাস্ক ও পিপিই কিট এখন তাঁদের খেলোয়াড়ি জীবনের নয়া অধ্যায়৷  

5/5

আরসিবি-র বিরুদ্ধে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগে একাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। দেখতে গেলে তাঁর জন্যই চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিজয়রথ থামিয়ে দিতে পেরেছিল চেন্নাই। আরসিবিকি-কে ৬৯ রানে হারিয়ে চেন্নাই মুম্বই লেগের মধুরেণ সমাপয়েৎ করল।