ইদগাহ্ ছাড়তে হবে! শ্রীকৃষ্ণের জন্মভূমির জমি ফেরত চেয়ে মামলার শুনানি ৩০ সেপ্টেম্বর

Sep 28, 2020, 14:26 PM IST
1/5

মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান ও মন্দির চত্বরে গড়ে উঠেছিল ইদগাহ। ইদের নামাজ পড়ার সেই জায়গা নিয়ে যত আপত্তি। ওই ইদগাহ অন্যত্র সরিয়ে মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমি ফেরত দিতে হবে। এমনই দাবি করে একটি মামলা উঠেছিল মথুরার আদালতে।

2/5

 'ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান' এর তরফে করা সেই মামলার শুনানি হবে ৩০ সেপ্টেম্বর। লখনউয়ের রঞ্জনা অগ্নিহোত্রি নামে এক মহিলা সেই মামলাটি করেছিলেন।

3/5

মামলায় দাবি করা হয়েছে, ইদগাহ যেখানে রয়েছ তার নীচেই রয়েছে কারাগার। সেখানেই জন্মছিলেন শ্রীকৃষ্ণ। মাটি খুঁড়লেই সই কারাগার বেরিয়ে পড়বে। ১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবাসঙ্ঘ ইদগাহ কমিটিকে জমি ছেড়ে দিয়েছিল। কিন্তু ওই জমি দেওয়ার কোনও এক্তিয়ার সঙ্ঘের নেই বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

4/5

আজ, সোমবার এই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি উপস্থিত থাকতে পারেননি। ১৯৭৩ সাল এই জমিতে ডিক্রি জারি হয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই ডিক্রি বাতিল করার আবেদন করেছে শ্রীকৃষ্ণ বিরাজমান।

5/5

২৫ সেপ্টেম্বর মামলার পর মথুরায় শ্রীকৃষ্ণ মন্দিরে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। মথুরার আদালত চত্বরেও পুলিসের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।