আগামী ৪৮ ঘণ্টায় আরও পুড়বে বাংলা, সঙ্গে জারি থাকবে তাপপ্রবাহও

May 10, 2019, 14:19 PM IST
1/5

প্রবল গরমে হাঁসফাঁস করছে কলকাতা। নাভিশ্বাস উঠছে শহরবাসীর। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে কলকাতাবাসী। কিন্তু এই পরিস্থিতিতে কোনও সুখবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস দিচ্ছে অশনিসংকেত।

2/5

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। একইসঙ্গে পাল্লা দিয়ে থাকবে আর্দ্রতাও। ফলে অস্বস্তিসূচক আবহাওয়া বজায় থাকবে। একইসঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

3/5

কলকাতায় আগামি ২দিন  সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতায় তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই।

4/5

পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়াতেও পারদ স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে পূর্বাভাস।

5/5

অন্যদিকে, আগামী ২ দিন প্রবল গরমের সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মালদায় তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।