নিজের মূর্তি গড়ে বিপাকে মায়াবতী, পুরো টাকা ফেরত দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Feb 08, 2019, 13:28 PM IST
1/5

S 5

S 5

লোকসভা নির্বাচনের মুখে সুপ্রিম কোর্টের ধাক্কায় এবার ফের চাপে বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী।

2/5

S 4

S 4

নির্বাচনের খরচের সঙ্গে এবার তাঁর কোষাগার থেকে খসে যেতে চলেছে মোটা টাকা।

3/5

S 3

S 3

শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লখনউ, নয়ডা মায়াবতী নিজের ও দলীয় প্রতীক হাতি-র যে অসংখ্য মূর্তি গড়েছেন সেই টাকা সাধারণ মানুষের। ওই টাকা ফেরত দিতে হবে।

4/5

S 2

S 2

ওইসব মূর্তি গড়ায় বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ হয়েছে অভিযোগ তুলে আদালতে মামলা করেন এক আইনজীবী। সেই মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

5/5

s 1

s 1

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ আজ রায় দিয়েছে, নিজের ও দলের প্রতীকের মূর্তি গড়ার জন্য যে টাকা ময়াবতী খরচ করেছেন তা তাঁকে ফেরত দিতে হবে।