নৌকায় বসে নীচে তাকালে দেখতে পাবেন নদীতল

Mar 05, 2021, 18:29 PM IST
1/7

এই নদীর জল এতই পরিষ্কার যে, কোনও নৌকায় চেপে ভেসে যাওয়ার সময়ে নদীটির তলদেশের নুড়ি-পাথর পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যায়।

2/7

উমনগোট নদী। এশিয়ার স্বচ্ছতম নদীর তকমা পেয়ে এখন বিশ্ব জুড়ে চর্চিত মেঘালয়ের এই নদী।   

3/7

এই নদীর অপর নাম দৌকি। মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং। এই গ্রামের মধ্য দিয়েই বয়ে গিয়েছে নদীটি। আসলে মাওলিননং গ্রামেও প্রায় কোনও দূষণই নেই। 

4/7

মেঘালয়ের ওই পাহাড়ি গ্রামটিও বিখ্যাত। এটি হল এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম। ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে।

5/7

দেখলে মনে হবে যেন কাচের উপর দিয়ে ভেসে যাচ্ছে নৌকা। উপর থেকে তলদেশ পর্যন্ত দেখা যায়, এতটাই পরিষ্কার এই নদীর জল।

6/7

উমনগোট খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের মধ্যিখান দিয়ে বয়ে গিয়েছে। তারপর সেটি বাংলাদেশে ঢুকেছে।

7/7

আসলে দূষণমুক্ত হওয়ার জন্যই এই নদীর জল এত স্বচ্ছ।