১৪ বলে হাফ-সেঞ্চুরি ভারতীয় ব্যাটসম্যানের, অল্পের জন্য বাঁচল যুবরাজের রেকর্ড
টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে যুবরাজ সিংয়ের। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যুবি। ওই ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন যুবরাজ। যুবির দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এদিন ভেঙে যেতে পারত।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ১৪ বলে হাফ সেঞ্চুরি করলেন মেঘালয়ের অভয় নেগি। মেঘালয়ের হয়ে খেললেন তিনি উত্তরাখন্ডের ক্রিকেটার। এদিন তিনি রবিন উথাপ্পার রেকর্ড (১৫ বলে হাফ সেঞ্চুরি) ভাঙলেন।
২০১৮ আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৪ বেল হাফ সেঞ্চুরি করেছিলেন কে এল রাহুল। এদিন অভয় তাঁর রেকর্ড ছুঁয়ে ফেললেন। এর আগে মুস্তাক আলি টি-২০-তে কোনও ব্যাটসম্যান ১৪ বলে হাফ সেঞ্চুরি করেননি।
ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ও আফগানিস্তানের হজরতুল্লা জজইয়ের ১২ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।
এদিন অভয় নেগি ১৫টি বল খেলেন। ছটি ছক্কা ও দুটি বাউন্ডারি মারেন তিনি। মেঘালয় চার উইকেটে ২০৪ রান করে। মিজোরামের ইনিংস শেষ হয়ে যায় ১৮২ রানে।