মিস ইউনিভার্স মুকুট পেলেন আন্দ্রেয়া মেজা, কী তাঁর পরিচয়?

May 17, 2021, 13:53 PM IST
1/12

নিজস্ব প্রতিবেদন: সফটওয়ার ইঞ্জিনিয়ার এখন ৬৯তম মিস ইউনিভার্স।  ইনি মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।

2/12

৭৩ জন দূরন্ত প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষপর্যন্ত বিশ্বসেরা সুন্দরি নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা। 

3/12

৬৯তম আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। 

4/12

প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে অনুষ্ঠান। 

5/12

ফলাফল ঘোষণার পর গত বারের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রের তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। 

6/12

এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো। শীর্ষ পাঁচে রয়েছে ভারত। 

7/12

মডেলিং-এর পাশাপাশি আন্দ্রেয়া একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সহিংসতা নিয়ে বহুবার গর্জে উঠেছেন। 

8/12

২০১৭ সালে গ্র্যাজুয়েশন পাস করেন আন্দ্রেয়া মেজা।

9/12

মেক্সিকোর আন্দ্রে মেজা স্টেজে দাঁড়িয়ে তাঁর দেশের রক্তাক্ত সামরিকে বাহিনীর দিকে দৃষ্টি আকর্ষণ করান। 

10/12

পাশাপাশি মায়নমারের মর্মান্তিক ঘটনার কথাও তুলে ধরেন তিনি। সেখানে সামরিক বাহিনী কীভাবে জনসাধারণের উপর হামলা চালিয়েছিল। 

11/12

এরপর তিনি anti-Asian violence নিয়েও সরব হন এদিন। এই মন্তব্য তাঁকে মিস ইউনিভার্সের মুকুট তুলে দেয় তাঁর মাথায়। 

12/12