ভারতে চিনা ফোনের ভবিষ্যত্ অন্ধকার! নভেম্বরে দেশের বাজারে Micromax-এর In সিরিজ

Oct 19, 2020, 12:30 PM IST
1/5

ভারতের বাজারে কি তবে সত্যিই চিনা ফোনের ভবিষ্যত্ অন্ধকার! আগেই জানা গিয়েছিল, ভারতের বাজারে সরকারি ভাতা নিয়ে আসছে মাইক্রোম্যাক্স। আর এবার তারা প্রযুক্তিগতভাবে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে ফিরছে।  

2/5

জানা যাচ্ছে, নভেম্বরেই ভারতের বাজারে আসতে পারে মাইক্রোম্যাক্স-এর ইন সিরিজের স্মার্টফোন. দাম হতে পারে ১৫ হাজার টাকার কম।  

3/5

সাড়ে ছয় ইঞ্চি এইচডি ডিসপ্লে, পাঁচ হাজার এমএএইচ ব্যাটারিসহ লঞ্চ করতে পারে এই ফোন। মাইক্রোম্যাক্স এখনও এই সিরিজের ফোনের পুরো নাম কী হবে তা জানায়নি।  

4/5

দুই ও তিন জিবি অপশনে পাওয়া যাবে এই ফোন। থাকবে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। MediaTek Helio G35 processor থাকবে।   

5/5

জানা যাচ্ছে একটি ফোনের নাম হতে পারে Micromax 1a. আলাদা ক্যামেরা সেন্সর সহ আপাতত দুটি ফোন বাজারে আসতে পারে বলে খবর রয়েছে।