ট্রেনিংয়ের সময় আরব সাগরে ভেঙে পড়ল Mig-29k, খোঁজ চলছে পাইলটের

Nov 27, 2020, 12:23 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার ? যুদ্ধবিমান Mig-29k। গতকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টা নাগাদ রান ওয়ে পার করে আকাশে ওরার পরই ভেঙে পড়ে মাঝ সমুদ্রে। 

2/5

Mig-29k তে ছিলেন দু’জন পাইলট। ভেঙে পড়ার মুহূর্তে একজন পাইলট আগেই জলে ঝাপ দিতে পেরেছেন। যার ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

3/5

কিন্তু অন্যজন মিগের সঙ্গে আরব সাগরের মধ্যে পড়ে। দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে বলে সেনাসূত্রে খবর।

4/5

ভারতীয় নৌসেনার মুখপাত্র বলেন, “২৬ নভেম্বর বিকাল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” ভারতীয় নৌ সেনা এক বিবৃতিতে বলেছে, ‘একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে’।

5/5

২০২০ সালে এখনও পর্যন্ত তিন বার Mig-29k দুর্ঘটনা ঘটল। তবে পূর্বের ঘটনায় পাইলটদের কোনও ক্ষতি হয়নি।