Birds Seized: টিয়া থেকে লাভ বার্ড, বাংলাদেশ থেকে আসার পথে আটক কয়েক লাখ টাকার বিদেশি পাখি

Aug 22, 2022, 16:13 PM IST
1/5

গতকাল মিনাখাঁ থানার মালঞ্চ দক্ষিণ ঘেরির কাছে চেকিংয়ের সময় একটি মারুতি সুজুকি গাড়ি আটক করে পুলিস। সেখান থেকেই ওইসব বিদেশি পাখি উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়ির চালক রফিকুল গাজিকে। -তথ্য ও ছবি- বিমল বসু

2/5

গতকাল মিনাখাঁ থানার মালঞ্চ দক্ষিণ ঘেরির কাছে চেকিংয়ের সময় একটি মারুতি সুজুকি গাড়ি আটক করে পুলিস। সেখান থেকেই ওইসব বিদেশি পাখি উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়ির চালক রফিকুল গাজিকে। -তথ্য ও ছবি- বিমল বসু

3/5

জেরায় রফিকুল জানিয়েছে, বাংলাদেশের কোনও এক চোরাকারবারির কাছ থেকে ওই পাখিগুলো সে নিয়েছিল। পৌঁছে দিচ্ছিল কলকাতার একটি ঠিকানায়। -তথ্য ও ছবি- বিমল বসু 

4/5

গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১২টি অ্যামাজনের টিয়া, ১১টি লাভ বার্ড ও ২টি টারকিউজিন। উদ্ধার হওয়া পাখিগুলির বর্তমান বাজারমূল্য বেশ কয়েক লক্ষ টাকা। -তথ্য ও ছবি- বিমল বসু 

5/5

উদ্ধার হওয়া পাখিগুলি মিনাখাঁ বন দফতরের হাতে তুলে দেয় পুলিস। ওই পাচার চক্রের সঙ্গে কারকা রয়েছে তার সন্ধানে তদন্তে শুরু করেছে পুলিস। -তথ্য ও ছবি- বিমল বসু