Tv Actress Wedding: বিয়ের পিঁড়িতে মিষ্টি সিং, টেলি অভিনেত্রীকে আইবুড়োভাত খাওয়ালেন তিথি...

Misty Singh Wedding: টেলি দুনিয়ায় বিয়ের মরসুম। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিষ্টি সিং। ১৪ বছরের প্রেমই এবার পূর্ণতা পেতে চলেছে। আগামী ১৮ মে বিয়ে করছেন অভিনেত্রী।

| May 09, 2023, 21:13 PM IST
1/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ মিষ্টি সিং। আলতা ফড়িং ধারাবাহিকে দেখা যায় তাঁকে।  

2/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

১৮ মে দীর্ঘ ১৪ বছরের প্রেমিক রেমোকে বিয়ে করতে চলেছেন মিষ্টি। বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর।  

3/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

গায়ে হলুদ থেকে মেহেন্দি, সবই থাকছে বিয়ের আচার অনুষ্ঠান। একই দিনে বিয়ে ও রিসেপশন। বিয়ের দিন অভিনেত্রী পরবেন লেহেঙ্গা। তবে শ্বশুরবাড়ি যাবেন বেনারসি পরেই।  

4/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

রাজপুত থিমে সাজানো হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের আহারেও থাকবে এলাহি আয়োজন। তবে তার আগেই শুরু হয়েছে আইবুড়োভাত পর্ব।  

5/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

পর্দার ঝিলিক অর্থাৎ তিথি বসুর বাড়িতে আইবুড়োভাতের আমন্ত্রণ ছিল মিষ্টির।  

6/6

বিয়ের পিঁড়িতে মিষ্টি

ভাত, পোলাও, ডাব চিংড়ি, দু-তিন রকমের মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে বন্ধুকে জমিয়ে আইবুড়োভাত খাওয়ালেন তিথি। একা খেলেন না মিষ্টি, খাইয়ে দিলেন বান্ধবীকেও।