কলকাতায় মিতালি রাজ : গত কয়েকদিনের কিছু ব্যাপার প্রকাশ্যে না এলেই ভাল হত
|
Dec 22, 2018, 19:28 PM IST
1/6
কলকাতায় মিতালি রাজ
কলকাতায় এসেছিলেন একটি গয়নার ব্র্যান্ডের প্রচারে। কিন্তু মিতালির রাজ আসরে থাকবেন আর ক্রিকেট নিয়ে কথা হবে না তা কী হয়! তাও সাম্প্রতিককালে মহিলাদের ক্রিকেটে যা ডামাডোল! ছবি- সুখেন্দু সরকার
2/6
কলকাতায় মিতালি রাজ
শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু মৌলালিতে মিতালি রাজের বলা কথাগুলো যেন উষ্ণতা ছড়িয়ে দিচ্ছিল। হাসিমুখেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিতালি। কিন্তু হরমনপ্রিত কউর-রমেশ পাওয়ার-মিতালি রাজ কাজিয়া প্রসঙ্গ উঠতেই সিরিয়াস হয়ে গেলেন তিনি। ছবি- সুখেন্দু সরকার
photos
TRENDING NOW
3/6
কলকাতায় মিতালি রাজ
হালফিলে ভারতীয় মহিলা দলের বিতর্ক নিয়ে মিতালির প্রতিক্রিয়া, ''ক্রিকেটের কিছু ব্যাপার প্রকাশ্যে না আসলেই ভাল হত। গত কয়েকদিন ধরে আমি ও আমার পরিবার প্রচণ্ড চাপে কাটিয়েছি। এতটা চাপে হয়তো এর আগে কখনও কাটাইনি। তবে আপাতত পরিস্থিতি একটু ভালর দিকে। তাই আমাদের সামনে এগোনো উচিত।'' ছবি- সুখেন্দু সরকার
4/6
কলকাতায় মিতালি রাজ
সামনেই নিউজিল্যান্ড সফর। ভারতীয় দলে এখন নতুন কোচ দায়িত্বে। রমেশ পাওয়ারের বদলে কোচ হয়ে এসেছেন ডব্লিউ ভি রমন। আর কোচবদল হতেই ফের একদিনের দলের অধিনায়িকা নির্বাচিত মিতালি। ছবি- সুখেন্দু সরকার
5/6
কলকাতায় মিতালি রাজ
নতুন কোচের সঙ্গে কথা হয়েছে? মিতালি বললেন, ''এখনও কথা বলার সুযোগ হয়নি। তবে এর আগে এনসিএতে রমনের সঙ্গে আলোচনা হয়েছে ক্রিকেট নিয়ে।'' মহিলা দলে মহিলা কোচ হলে কি সুবিধা হয়? মিতালি উত্তরে বললেন, "মহিলা বা পুরুষ কোচ কোনও ফ্যাক্টর নয়।" ছবি- সুখেন্দু সরকার
6/6
কলকাতায় মিতালি রাজ
এগারো বছর বাদে ফের নিউজিল্যান্ড সফর। এর আগে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে মিতালি ও ঝুলন গোস্বামীর। ভারতীয় দলে আর কারও সেখানে খেলার অভিজ্ঞতা নেই। ছবি- সুখেন্দু সরকার