বহুদিন ধরে কোনও ইস্যুতে তেমনভাবে সরব হতে দেখা যায়নি মহরাষ্ট্র নবনির্মাণ সেনা(এমএনএস) প্রধান রাজ ঠাকরেকে।
2/5
এবার মহারাষ্ট্রে জোর জল্পনা, এমএনএস প্রধান যোগ দিতে পারেন শাসক জোট বিজেপি-শিবসেনা জোটে(একনাথ শিন্ডে নেতৃত্বাধীন)। তবে রয়েছে শর্ত।
photos
TRENDING NOW
3/5
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দিল্লি যাচ্ছে রাজ ঠাকরে। সেখানে তিনি বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে এমএনএসের জন্য দক্ষিন মুম্বই ও সিরিডি আসন দাবি করতে পারেন।
4/5
মহারাষ্ট্র বিধানসভায় বর্তামানে বিরোধী আসনে রয়েছে এমএনএস। বাল ঠাকরের ভাইপোর সঙ্গে তার ছেলে উদ্ধবের অনেকদিন আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে।
5/5
এদিকে উদ্ধব ঠাকরের হাত থেকেও বেরিয়ে গিয়েছে শিবসেনা। বর্তমানে শিবসেনার নেতৃত্ব দিচ্ছেন এখন একনাথ শিন্ডে। সেই সরকারে এখন যোগ দিতে চলেছেন রাজ ঠাকরে। লোকসভা ভোটের আগে এখনওপর্যন্ত জল্পনা এটাই।