লখনৌয়ে প্রিয়ঙ্কার রোড শোয়ে ভাগ্য খুলল পকেটমারদের! খোয়া গেল ৫০টি মোবাইল

Feb 13, 2019, 23:07 PM IST
1/6

দিল্লি তখতে কে বসবেন? ঠিক করে দেয় উত্তরপ্রদেশ লোকসভার ৮০টি আসন। সেই রাজ্যেই এবার প্রিয়ঙ্কাকে নামিয়েছেন রাহুল গান্ধী। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে প্রিয়ঙ্কা গান্ধী। 

2/6

সোমবার ভাইয়ের সঙ্গে রোড শো করেন কংগ্রেসের নতুন সাধারণ সম্পাদক। এর আগে রায়বরেলি ও অমেঠির দায়িত্বে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। 

3/6

লখনৌয়ের রাস্তায় স্লোগান, চিত্কারের মাধ্যমে প্রিয়ঙ্কাকে স্বাগত জানান কংগ্রেস কর্মীরা। ঠাকুমার মতো দেখতে হওয়ায় তাঁকে নিয়ে উত্সাহের অন্ত ছিল না। 

4/6

তবে এর মধ্যেই একটি খবরে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। প্রিয়ঙ্কার রোড শো চলাকালীন প্রায় ৫০টি মোবাইল চুরি গিয়েছে বলে খবর।   

5/6

লখনৌ বিমানবন্দরে শুরু হয় রোড শো। শেষ হয় কংগ্রেস দফতরে। এর মধ্যে ৫০টি মোবাইল ও মানিব্যাগ খোয়া গিয়েছে। 

6/6

সরোজিনী নগর পুলিস থানায় দায়ের হয়েছে অভিযোগ। কংগ্রেসের মুখপাত্র জিশান হায়দার এবং অতিরিক্ত জেলাশাসকের মোবাইলও খোয়া গিয়েছে। ঘটনার তদন্ত করছে উত্তরপ্রদেশ পুলিসের সাইবার সেল।