শিক্ষায় ধর্মেন্দ্র-রেলে অশ্বিনী-স্বাস্থ্যে মনসুখ, দেখুন মোদী মন্ত্রিসভায় কে পেলেন কোন দায়িত্ব

Jul 08, 2021, 00:13 AM IST
1/14

মন্ত্রিত্ব হারালেন চার হাই প্রোফাইল মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রমেশ পোখরিয়ালের মতো মন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও রেল দফতরে আনা হল নতুন মুখ। গুজরাটের বিজেপি সাংসদ মনসুখ মান্ডব্য পেলেন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব। সঙ্গে রয়েছে রসায়ন দফতরও।

2/14

ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা দফতর।

3/14

অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া হল রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব।

4/14

হরদীপ পুরীকে দেওয়া হল পেট্রোলিয়াম ও আরবান ডেভলপমেন্ট দফতর।

5/14

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

6/14

পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন কিরেন রিজিজু। আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল তাঁকে। রবিশঙ্কর প্রসাদের জায়গায় এলেন তিনি।

7/14

নতুন মন্ত্রী হলেন পশুপতি পরস। তাঁকে দেওয়া হল ফুড প্রসেসিং মন্ত্রক।  

8/14

পরিবেশ, বন, জলবায়ু, শ্রম মন্ত্রকের দায়িত্ব পেলেন ভূপেন্দ্র যাদব।

9/14

জি কিষেণ রেড্ডি পেলেন সংস্কৃতি, পর্যটন দফতর।

10/14

নারী কল্যাণ দফতরে  এলেন স্মৃতি ইরানি।

11/14

অনুরাগ ঠাকুরকে আনা হল তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। আগে ছিলেন অর্থ মন্ত্রকে।

12/14

প্রহ্লাদ যোশীকে দেওয়া হল কয়লা ও সংসদীয় বিষয়ক দফতর।  

13/14

সর্বানন্দ সোনওয়াল পেলেন বন্দর ও জাহাজ মন্ত্রক।

14/14

অন্যদিকে, পীয়ূষ গোয়েলকে রেল থেকে সরিয়ে দেওয়া হল টেক্সটাইল, ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স।