দুর্গাপুরে তৃণমূলের বিদায়ঘণ্টা বাজালেন মোদী, নমোর চোখা চোখা ২৫টি মন্তব্য এক নজরে
ঠাকুরনগরের পর দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী। ওই সভায় তৃণমূল সরকারকে নিশানা করেন মোদী। একইসঙ্গে বাজেটে সুফলও তুলে ধরেন।
ঠাকুরনগরের পর দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী। ওই সভায় তৃণমূল সরকারকে নিশানা করেন মোদী। একইসঙ্গে বাজেটে সুফলও তুলে ধরেন।
1/25
2/25
photos
TRENDING NOW
3/25
4/25
5/25
6/25
7/25
8/25
9/25
10/25
সবকা সাথ সবকা সাথ বিকাশে গুরুত্ব দিয়েছে বাজেট। শ্রমিক, কৃষক সকলের জন্যই কিছু না কিছু রয়েছে। আমাদের মধ্যবিত্ত দাবি করে আসছিলেন, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা হোক। এতবছর পর সেই দাবি পূরণ করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বাজেটে ঐতিহাসিক পদক্ষেপ করা হয়েছে ৫ লক্ষ টাকা আয়ের ব্যক্তিকে আর কর দিতে হবে না।
11/25
এটা অন্তর্বর্তী বাজেট ছিল, নির্বাচনের পর সাধারণ বাজেট নিয়ে আসব তাতে থাকবে নতুন ভারতের দিশা। আগে দুটো ঘর কিনলে কর দিতে হত। এবার সরকার ঠিক করেছে, আর কর দিতে হবে না। ভাড়া থেকে আয়ের উপরে করের সীমা ১ লক্ষ ৮০ থেকে বাড়িয়ে ২.৪০ লক্ষ করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের আমানতের উপরে ১০ হাজার টাকার পর্যন্ত সুদের উপরে করছাড় মিলত। তা বাড়িয়ে করা হয়েছে ৪০,০০০ টাকা।
12/25
এটা সাড়ে চার বছর ধরে চলে আসা সরকারের চেষ্টার ফল। আগে সরকারের জমানায় ১০ শতাংশে ঠেকেছিল মূল্যবৃদ্ধি। এবার তা ৪ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আগে হাজার টাকার মাসে মোবাইল ও ইন্টারনেটের বিল আসত। এখন তা ১০০ টাকা হয়ে গিয়েছে। এলইডি বাল্ব ব্যবহারের জেরে ৫০ হাজার টাকা কমে গিয়েছে। ওষুধের দাম কমায় হাজার টাকা সাশ্রয় হচ্ছে।
13/25
কৃষকদের স্বার্থে স্বাধীন ভারতের ইতিহাসে এত বড় প্রকল্প কোনও সরকার আনেনি। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কৃষি সম্মান বিধি যোজনা। দেশের ১২ কোটি কৃষক প্রতি বছর ৬ হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একবছরে ৭৫,০০০ কোটি বরাদ্দ করা হয়েছে। সরকার প্রস্তুতি নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম কিস্তির টাকা জমা পড়ে যাবে।
14/25
15/25
16/25
সবকা সাথ সবকা বিকাশ সংকল্প নিয়েছি। অটল পেনশন যোজনা চালাচ্ছি। এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন সুনিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি ও প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনায় ২ লক্ষ টাকার বিমা এনেছি। ১ টাকা প্রতি মাসের প্রিমিয়াম নেওয়া হচ্ছে। ২১ কোটি মানুষ যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ লক্ষ পশ্চিমবঙ্গের। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সিন্ডিকেটকে ভয় পাবেন।
17/25
পশ্চিমবঙ্গে গরিবদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি সুবিধা দিচ্ছে না রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পে বিহার ও ছত্তীসগঢ়ের সঙ্গে সবচেয়ে বেশি লাভবান পশ্চিমবঙ্গ। অথচ বিনামূল্যের চিকিত্সা গরিবদের দিতে চায় না রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের গরিববিরোধী সরকার হাত তুলে নিয়েছে। অসংবেদনশীল ও নির্দয় এই সরকার। নিজেদের স্বার্থে গরিবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
18/25
কেন এমনটা করেছেন? আমাকে অনেকে বলছেন, সুস্থ হওয়ার পর গরিবদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে, মোদীর প্রকল্পের জন্য জীবন বেঁচে গিয়েছে। বাংলার গরিবদের মুখ থেকে মোদীর নাম বেরাতেই দিদির ঘুম উড়ে গিয়েছে। দিদির মনে হল, আয়ুষ্মান ভারত যোজনায় সব অসুস্থ সুস্থ হয়ে গেলে লোকে মোদী, মোদী বলবে তো দিদির কী হবে! এই মোদীনাম শোনার কারণে পশ্চিমবঙ্গের লক্ষাধিক গরিবকে এত বড় সুবিধা থেকে বঞ্চিত করে দিয়েছেন দিদি। এমন নির্দয়ী সরকার এক সেকেন্ডও রাখা উচিত নয়।
19/25
20/25
21/25
22/25
23/25
24/25
25/25
বিজেপির সভাপতি আসাতেই মাটি সরে গিয়েছিল। হেলিকপ্টার থেকে নামতে দিচ্ছেন না। যাত্রায় বাধা দিলেন। দিদির খেল আর কতদিন চলবে। আমাদের লড়াই জারি থাকবে। আপনাদের জন্য লড়াই করছি। পশ্চিমবঙ্গ জগাই মাধাই ও সিন্ডিকেট রাজ থেকে মুক্তি দিতে বাংলার মানুষের পাশে আছি। আপনাদের এই বিশ্বাস আমাকে দিনরাত কাজ করতে উদ্বুব্ধ করছে।
photos