হাড় হিম করা ঠাণ্ডা, কৃত্রিম ঘাস! ভূস্বর্গে মানিয়ে নেওয়ার লড়াইয়ে মোহনবাগান

Jan 03, 2020, 19:56 PM IST
1/5

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে প্রবল ঠাণ্ডার মধ্যে অনুশীলন শুরু মোহনবাগানের। বাইরের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস। হাড় হিম করা ঠাণ্ডায় গ্লাভস, জ্যাকেট, টুপি পরে অনুশীলন বাবা,বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের।

2/5

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে মোহনবাগান

ক ঝটকায় দেখলে মনে হবে ইউরোপের কোনও মাঠে অনুশীলন সারছে মোহনবাগান। শুক্রবার সাড়ে বারোটা থেকে শ্রীনগরের টিআরসি গ্রাউন্ডে ঘন্টাখানেক অনুশীলন সারে সবুজ-মেরুন শিবির। 

3/5

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে মোহনবাগান

কাশ্মীরের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য বাবা দিওয়ারা,  মোরান্তেদের। আবহাওয়ার মতই কৃত্রিম ঘাসের মাঠে মানিয়ে নেওয়াও চ্যালেঞ্জ হতে চলেছে ভিকুনা ব্রিগেডের সামনে। 

4/5

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে মোহনবাগান

রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে শুরু থেকেই বাবা দিওয়ারাকে খেলানোর পরিকল্পনা ভিকুনার। রবার্টসনের দলের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলতে সেনেগালের স্ট্রাইকারই প্রধান ভরসা বাগান কোচের। 

5/5

ভূস্বর্গে মোহনবাগান

ভূস্বর্গে মোহনবাগান

প্র্যাকটিস গ্রাউন্ড থেকে নিরাপত্তা বলয়ের মধ্যেই সোজা টিম হোটেলে ঢোকে সবুজ-মেরুন ব্রিগেড। অনুশীলন বাদ দিলে বাকি সময়টা হোটেলবন্দীই ছিলেন বাগান ফুটবলাররা।