বায়ুসেনার নিখুঁত সাফাই অভিযানে কত টাকা খরচ?

Feb 26, 2019, 20:47 PM IST
1/7

জইশের ঘাঁটিতে এয়ারস্ট্রাইকে ভারতীয় বায়ুসেনার অসাধারণ দক্ষতায় গর্বিত গোটা দেশ। কিন্তু শুধু দক্ষতাই নয়, গোটা অভিযানে খরচ হয়েছে কয়েক কোটি টাকা। 

2/7

জানা গিয়েছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হাজার কেজির বিস্ফোরক বর্ষণ করেছে মিরাজ-২০০০। তার খরচ আনুমানিক ১.৭ কোটি টাকা। একটি একটি বোমার দাম প্রায় ৫৬ লক্ষ। 

3/7

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রত্যাঘাত করেছে বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০। প্রায় ২৫৬৮ কোটি টাকার সম্পত্তি কাজে লাগিয়েছে ভারত।

4/7

সবমিলিয়ে ৬,৩০০ কোটি টাকার সম্পত্তি কাজে লাগানো হয়েছে গোটা অভিযানে। তার মধ্যে মোট ৩৬৮৬ কোটি টাকার বিমান প্রস্তুত রাখা হয়েছিল। দরকারে তাদেরও পাঠানো হত।

5/7

Airborne Warning And Control System নজরদারি ব্যবস্থাও কাজে লাগিয়েছে ভারত। এর দাম ১,৭৫০ কোটি টাকা। 

6/7

হেরোন নজরদারি ড্রোনের দাম ৮০ কোটি টাকা। মধ্য আকাশে রিফিলিং ট্যাঙ্কারের দাম ২২ কোটি। 

7/7

১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমানের এক একটির দাম ২১৪ কোটি টাকা। মাত্র ২১ মিনিটেই নিখুঁত অভিযান চালায় বায়ুসেনা।