Monsoon arrives: দারুণ স্বস্তি! সময়ের ২ দিন আগে আজ-ই চলে এল বর্ষা, ভারী বৃষ্টির পূর্বাভাস...

Southwest Monsoon enters Kerala: আগেই পূর্বাভাস ছিল যে ২ জুনের মধ্যে কেরলে বর্ষা ঢুকবে। বাংলাতেও ১ থেকে ৩ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস। কবে কোথায় বৃষ্টি? 

May 30, 2024, 17:12 PM IST
1/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

অয়ন ঘোষাল: বর্ষা এল দেশে। নির্ধারিত সময়ের ২ দিন আগে, আজই বর্ষা ঢুকে পড়ল দেশে।   

2/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

নির্ধারিত সময় ১ জুনের ২ দিন আগে আজ সকাল ১১ টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে, কেরলে প্রবেশ করেছে।  

3/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা, মেঘালয় ও আসামের কিছু অংশেও আজ বর্ষা ঢুকল।   

4/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা।  

5/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। ১ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে।  

6/6

বর্ষা ঢুকল দেশে

Monsoon arrives

২ ও ৩ তারিখেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ১০ জুনের মধ্যে বাংলাতেও বর্ষা ঢোকার পূর্বাভাস।