Howrah Station: মাদক নয়, হাওড়া স্টেশনে তল্লাশি চালাতেই মিলল কোটি টাকারও বেশি মূল্যের...

Feb 22, 2024, 13:55 PM IST
1/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

দেবব্রত ঘোষ: হাওড়া স্টেশনে কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় আরপিএফ-এর। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই ব্যাগ থেকে মিলল কোটি টাকারও বেশি মূল্যের সোনা।  

2/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল ২ কেজি ৬৮০ গ্রাম সোনা। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।   

3/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

হাওড়া স্টেশনে যৌথ অভিযান চালায় আরপিএফ হাওড়া ও জিআরপি। তাতেই উদ্ধার হয় সোনা। এক সন্দেহভাজন ব্যক্তিকে ৯ নম্বর প্লাটফর্মের কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ।   

4/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারপর ব্যাগে তল্লাশি করতেই দেখা যায় বিপুল পরিমাণে সোনার গয়না রয়েছে।   

5/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

কিন্তু গয়নার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এরপরই আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।   

6/6

হাওড়া স্টেশনে উদ্ধার সোনা!

Howrah Station Gold Recovery

জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। জয়পুর হাওড়ার বাসিন্দা ধৃত।