গর্ভবতী মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল!

| Apr 09, 2019, 13:47 PM IST
1/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

সন্তানের জন্মের আগে ও পরে বেশির ভাগ মহিলাদেরই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে! ‘মায়ো ক্লিনিক’ নামের একটি মার্কিন স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

2/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপে গর্ভবতী মহিলাদের শরীর ও হৃদয় (হার্ট) মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

3/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ বা অকারণে ঝুঁকি নেওয়ার প্রবণতা গর্ভবতী মহিলাদের হার্টের মারাত্মক ক্ষতি করতে পারে।

4/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

‘মায়ো ক্লিনিক’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আমেরিকার বিভিন্ন হাসপাতালে মোট ৪৯,৮২৯,৭৫৩ শিশুর জন্মের তথ্য খতিয়ে দেখা গিয়েছে, এর মধ্যে ১,০৬১ মহিলার মৃত্যু হয়েছে সন্তান প্রসবের সময়।

5/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

এই রিপোর্টে দাবি করা হয়েছে, ২,৩৯০ মহিলাদের মধ্যে গর্ভধারণের পর হৃদযন্ত্রের নানা সমস্যা দেখা দেয়। এঁদের মধ্যে ৯২২ মহিলার শিশুর জন্মের আগেই হৃদরোগ ধরা পড়েছে।

6/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

এই মার্কিন রিপোর্টের দাবি, যে সমস্ত মহিলাদের ডায়বিটিসের সমস্যা রয়েছে, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে।

7/7

Heart attack during pregnancy

Heart attack during pregnancy

গবেষকদের মতে, সন্তান প্রসবের আগে ও পরে উপযুক্ত সতর্কতা এবং চিকিত্সকের পরামর্শে যথাযথ ভাবে মেনে চলতে পারলে এই ঝুঁকি অনেকাংশেই এড়ানো যেতে পারে।