1/6
হাতে আর কয়েকটা দিন। তারপরেই আইসিসি-র প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৮-২২ জুন বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। সাউদ্যাম্পটনের হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে ম্যাচ। করোনা মহামারিতে কিছু পরিবর্তন এসেছে চ্যাম্পিয়নশিপে। কিন্তু ৫২০ পয়েন্ট নিয়ে একে থাকা ভারত খেলবে ৪২০ পয়েন্টে থাকা দ্বিতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৯ সালের ১ অগাস্ট থেকে ২০২১ এর ২২ জুন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়সীমা ধরা হয়েছে। এই সময়ের মধ্যে যে পাঁচ জন সবচেয়ে বেশি রান করেছেন, তাঁদের নিয়েই এই প্রতিবেদবন।
2/6
১) মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) – ১৬৭৫ রান অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুসানে আজ নিজের আলাদা একটা পরিচিতি বানিয়ে ফেলেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৩টি টেস্ট ম্যাচে ১৬৭৫ রাম করেছেন ৭২.৮২ এর গড়ে। ৫টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২১৫ রানের চোখ ধাঁধানো ইনিংসও রয়েছে তাঁর।
photos
TRENDING NOW
3/6
২) জো রুট (Joe Root ) – ১৬৬০ রান ব্রিটিশ ক্যাপ্টেন জো রুট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০ ম্যাচে ১৬৬০ রান করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি আছে রুটের। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে তাঁর সর্বোচ্চ ২২৮ রানের ইনিংস আছে।
4/6
5/6
6/6
photos