ইঁদুরের মতো দেখতে হরিণ! ৩০ বছর পর জঙ্গলে দেখা গেল বিলুপ্তপ্রায় প্রাণী
Nov 13, 2019, 13:37 PM IST
1/5
মাউস ডিয়ার
মাউস ডিয়ার। দেখতে ইঁদুরের মতো। আদতে হরিণ। এমনই এক বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলল। তাও প্রায় ৩০ বছর পর।
2/5
মাউস ডিয়ার
ভিয়েতনামের উত্তর-পশ্চিম বনাঞ্চলে দেখা মিলল এই প্রাণীর। নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন-এ এই প্রাণীটিকে নিয়ে একট প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, এই প্রাণীটিকে শেষবার ১৯৯০ সালে দেখা গিয়েছিল।
photos
TRENDING NOW
3/5
মাউস ডিয়ার
চোরাশিকারিদের জন্যই এই প্রাণী বিলুপ্তপ্রায় বলে জানা গিয়েছে। এর আগে ভিয়েতনামেই এই প্রাণীর দেখা মিলেছিল। ১৯১০ সাল নাগাদ। প্রাণীটিকে কেউ কেউ রুপোলি পিঠের শেভ্রোটাইন বলেও ডাকেন।
4/5
মাউস ডিয়ার
প্রাণী বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মাউস ডিয়ার-এর খোঁজ করছিলেন। স্থানীয় লোকজন এই প্রাণীটিকে দেখেছেন বলেও দাবি করেছিলেন। কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এর পর একটি নির্দিষ্টি অঞ্চলে ৩০টি মোশান-অ্যাক্টিভ ক্যামেরা বাসানো হয়। সেখানেই মাউস ডিয়ার-এর ছবি ধরা পড়ে।
5/5
মাউস ডিয়ার
ইঁদুরের মতো দেখতে এই হরিণ দ্রুত ছুটতে পারে। কোনওরকম বিপদের আশঙ্কা দেখা দিলে চটজলদি গা ঢাকা দিতেও এদের জুড়ি মেলা ভার।