নিত্য অচল থাকা সংসদেও সেরা সাংসদের পুরস্কার পেলেন কে?

Aug 01, 2018, 23:39 PM IST
1/6

modi1

কারণে-অকারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন পণ্ড হওয়াটাই যেন নিয়মে পরিণত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''দেশের স্বার্থে সচল রাখতে উভয় কক্ষকে''। এর পাশাপাশি সাংসদের মনে করিয়ে দিলেন, প্রান্তিক ও গরিব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে জনপ্রতিনিধিদের।

কারণে-অকারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন পণ্ড হওয়াটাই যেন নিয়মে পরিণত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''দেশের স্বার্থে সচল রাখতে উভয় কক্ষকে''। এর পাশাপাশি সাংসদের মনে করিয়ে দিলেন, প্রান্তিক ও গরিব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে জনপ্রতিনিধিদের। 

2/6

modi

সংসদের সেন্ট্রাল হলে ২০১৪-১৭ সেরা সাংসদের পুরস্কার মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ''অধিবেশনে সাংসদরা চেঁচামেচি করলে সময় নষ্ট হয়। লোকসান হয় দেশের। সংসদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তা ঠাঁই পায় ইতিহাসে। তাই সংসদ সচল রাখা সকলের দায়িত্ব''।

সংসদের সেন্ট্রাল হলে ২০১৪-১৭ সেরা সাংসদের পুরস্কার মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ''অধিবেশনে সাংসদরা চেঁচামেচি করলে সময় নষ্ট হয়। লোকসান হয় দেশের। সংসদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তা ঠাঁই পায় ইতিহাসে। তাই সংসদ সচল রাখা সকলের দায়িত্ব''।   

3/6

hep4

সংসদে ঢোকার পথে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পিকার সুমিত্রা মহাজন। মোদী বলেন, এই অনুষ্ঠানে শাসক-বিরোধী সাংসদদের এমন শান্তভাবে বসে থাকতে দেখে গোটা দেশ চমকে যাবে।

সংসদে ঢোকার পথে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পিকার সুমিত্রা মহাজন। মোদী বলেন, এই অনুষ্ঠানে শাসক-বিরোধী সাংসদদের এমন শান্তভাবে বসে থাকতে দেখে গোটা দেশ চমকে যাবে।

4/6

hep3

সংসদে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে উত্তাল হয় সংসদ।

সংসদে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে উত্তাল হয় সংসদ। 

5/6

hep2

২০১৫ সালের সেরা সাংসদ হয়েছেন কংগ্রেসের গুলাম নবি আজাদ।

২০১৫ সালের সেরা সাংসদ হয়েছেন কংগ্রেসের গুলাম নবি আজাদ।

6/6

hep

পুরস্কার গ্রহণ করার পর নাজমা হেপতুল্লা বলেন, গণতন্ত্র আমাদের সবচেয়ে শক্তি। স্বাধীনতার ৭০ বছর পরেও তা অক্ষুন্ন রয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পাঠ বিশ্বকে দিয়েছি আমরা।

পুরস্কার গ্রহণ করার পর নাজমা হেপতুল্লা বলেন, গণতন্ত্র আমাদের সবচেয়ে শক্তি। স্বাধীনতার ৭০ বছর পরেও তা অক্ষুন্ন রয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পাঠ বিশ্বকে দিয়েছি আমরা।