IPL 2019: আরসিবি-র বিরুদ্ধে ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন এমএস ধোনি

| Apr 22, 2019, 16:59 PM IST
1/8

1

রবিবার চিন্নাস্বামীতে আরসিবি-র বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি।টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রান।

2/8

2

আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় হিসেবে ২০০টি ছক্কার মাইলস্টোন এদিন স্পর্শ করেন।

3/8

3

রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭টি ছক্কা হাঁকান চেন্নাই অধিনায়ক ধোনি। আইপিএলে তাঁর ছক্কার সংখ্যা এখন ২০৩।

4/8

4

 আইপিএলে ৩২৩টি ছক্কা মেরে শীর্ষস্থানে রয়েছেন ক্রিস গেইল৷

5/8

5

আইপিএলে ২০৪টি ছয় মেরে তালিকায় দুই নম্বরে এবি ডিভিলিয়ার্স৷

6/8

6

২০৩টি ছক্কা মেরে তালিকায় তিন নম্বরে মহেন্দ্র সিং ধোনি৷

7/8

7

চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় মেরেছেন।

8/8

8

তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সুরেশ রায়না৷ তাঁরও ছয়ের সংখ্যা ১৯০টি।