পর পর ৮ বার ধনী ভারতীয়দের তালিকার শীর্ষস্থানে মুকেশ অম্বানি

| Sep 26, 2019, 16:06 PM IST
1/11

মুকেশ অম্বানি

মুকেশ অম্বানি

‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ’-এর তালিকা অনুযায়ী ধনী ভারতীয়দের তালিকায় এ বছরও শীর্ষস্থানে রইলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি।

2/11

মুকেশ অম্বানি

মুকেশ অম্বানি

এই নিয়ে পর পর ৮ বার ধনী ভারতীয়দের তালিকার শীর্ষস্থান নিজের দখলে রাখলেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৮০ হাজার ৭০০ কোটি টাকা।

3/11

এস পি হিন্দুজা

এস পি হিন্দুজা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এস পি হিন্দুজা ও পরিবার (লন্ডন)। হিন্দুজার মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৬ হাজার ৫০০ কোটি টাকা।

4/11

আজিম প্রেমজি

আজিম প্রেমজি

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রো-এর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। আজিম প্রেমজির মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ১৭ হাজার ১০০ কোটি টাকা।

5/11

এল এন মিত্তল

এল এন মিত্তল

ধনী ভারতীয়দের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এল এন মিত্তল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭ হাজার ৩০০ কোটি টাকা।

6/11

গৌতম আদানি

গৌতম আদানি

এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪ হাজার ৫০০ কোটি টাকা।

7/11

উদয় কোটাক

উদয় কোটাক

ধনী ভারতীয়দের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন উদয় কোটাক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪ হাজার ১০০ কোটি টাকা।

8/11

সাইরাস এস পুনাওয়ালা

সাইরাস এস পুনাওয়ালা

তালিকার সপ্তম স্থানে রয়েছেন সাইরাস এস পুনাওয়ালা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা।

9/11

সাইরাস মিস্ত্রি

সাইরাস মিস্ত্রি

এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন সাইরাস মিস্ত্রি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৬ হাজার ৮০০ কোটি টাকা।

10/11

শাপুর পালোনজি

শাপুর পালোনজি

ধনী ভারতীয়দের তালিকার নবম স্থানে রয়েছেন শাপুর পালোনজি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৬ হাজার ৮০০ কোটি টাকা।

11/11

দিলীপ সাঙ্ঘভি

দিলীপ সাঙ্ঘভি

এই তালিকার দশম স্থানে রয়েছেন দিলীপ সাঙ্ঘভি। দিলীপ সাঙ্ঘভির মোট সম্পত্তির পরিমাণ ৭১ হাজার ৫০০ কোটি টাকা।