'বাধাই হো', উপনির্বাচনের ফলপ্রকাশের আগে মুকুলকে বলে দিলেন অমিত
|
Nov 26, 2019, 21:18 PM IST
1/5
অঞ্জন রায়: উপনির্বাচনে তিনে তিন করবে বিজেপি। সংসদে অমিত শাহের কাছে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। আর মুকুলের মুখে এমন আত্মবিশ্বাসী দাবি শুনে 'বাধাই' দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
2/5
সংসদে একটি কাজের জন্য গিয়েছিলেন মুকুল। সেখানেই তাঁর সঙ্গে দেখা যায় অমিত শাহের। মুকুলকে দেখে অমিত প্রশ্ন করেন, খবর কী? উপনির্বাচনে কী হবে?
photos
TRENDING NOW
3/5
বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে হেসে মুকুল রায় দাবি করেন,তিনটেয় তিনটেই জিতব। শুনে অমিত বলেন, ''২টো আশা করেছিলাম। তিনটেই হয়ে যাবে।''
4/5
এরপর হেসে অমিত বলেন,''বাধাই হো মুকুল দা।'' জয়প্রকাশ মজুমদারের উপরে হামলার কথাও তিনি পেয়েছেন বলে মুকুলকে জানান অমিত শাহ। দেখেছেন ছবি ও ভিডিয়ো।
5/5
নদিয়ায় করিমপুরে বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র ও খড়্গপুরে দিলীপ ঘোষ। দুজনেই সাংসদ হওয়ার পর বিধানসভা কেন্দ্র দুটি খালি হয়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যু হয়েছে। ওই তিনটি কেন্দ্রেই ভোটগ্রহণ করা হয় সোমবার। ভোটের ফলপ্রকাশ ২৮ নভেম্বর।