মুম্বই-তে তৈরি হল দেশের সবথেকে দামি পাবলিক টয়লেট, খরচ হল ৯৪ লাখ

Oct 02, 2018, 18:29 PM IST
1/4

প্রায় কোটি টাকা খরচ করে তৈরি হল পাবলিক টয়লেট।  মুম্বইয়ের মেরিন বিচে তৈরি ৯৪ লাখের এই পাবলিক টয়লেট-ই বাণিজ্যনগরীর সবথেকে দামি প্রস্রাবাগার। সম্ভবত দেশেরও সবথেকে দামি প্রস্রাবাগার এটি-ই। 

2/4

গান্ধী জয়ন্তীতে এই পাবলিক টয়লেট উদ্বোধন করলেন যুব সেনা প্রধান আদিত্য ঠাকরে। তিনি জানিয়েছেন, “বিশ্বমানের পরিষেবা দিয়েই এই টয়লেট তৈরি করা হয়েছে। জনসাধারণ এখানে সর্বোত্কৃষ্ট পরিষেবা পাবে।” স্বচ্ছতাকে অগ্রাধিকার দিতেই এই টয়লেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আদিত্য।

3/4

মুম্বইয়ের মেরিন ড্রাইভের কাছে এই পাবলিক টয়লেটটি তৈরি করেছে জিন্দাল গোষ্ঠী। তবে জনস্বার্থে নির্মিত এই প্রস্রাবাগারের রক্ষণাবেক্ষণের  সমস্ত দায়িত্বই নেবে বৃহন্মুম্বই মিউনিসপ্যাল কর্পোরেশন। জানা যাচ্ছে, আগামী দুমাস আম আদমি বিনামূল্যেই এই প্রস্রাবাগার ব্যবহার করতে পারবে। পরবর্তীতে হয়ত এই টয়লেট ব্যবহার করতে ন্যূনতম অর্থ ব্যয় করতে হবে।

4/4

প্রসঙ্গত, মেরিন ড্রাইভের ২.৮ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এটি একমাত্র পাবলিক টয়লেট।