1/7
অবসরে মুনাফ প্যাটেল
''ক্রিকেটার না হলে এতদিনে হয়তো আফ্রিকার কোথাও দিনমজুরের কাজ করতাম। আমার এলাকার অনেক ছেলে ওখানেই কাজ করে। আমারও ভবিতব্য তাই হতো। একটা সময় ৩৫ টাকা রোজে টাইল কোম্পানিতে দিনমজুরের কাজ করতাম। সেখান থেকে বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এই জীবনে আর কী চাই! অবসর বেলায় তাই কোনও আক্ষেপ নেই।" কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন মুনাফ প্যাটেল। আজ তাঁর অবসরের দিন।
2/7
অবসরে মুনাফ প্যাটেল
photos
TRENDING NOW
3/7
অবসরে মুনাফ প্যাটেল
১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন মুনাফ। অবসরের বেলার মুনাফ বলছেন, আমি গ্রামের মানুষ। ইংরেজি জানতাম না। এমনকী শহুরে আদব-কায়দাও জানা ছিল না। ক্রিকেটের জন্যই সব শেখা। শুরুতে শহরের বড় বড় মানুষদের সঙ্গে ওঠা-বসা করতে হত। তাঁরা আমাকে যত জেনেছেন, তত ভালবেসেছেন। ক্রিকেটের কাছে আমি ঋণী। কোনওদিনও ভাবতেই পারিনি, জীবনে এতটা সাফল্য পাব। আমি নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে। তাই কখনও এত বড় স্বপ্ন দেখার সাহস করতে পারিনি হয়তো।
4/7
অবসরে মুনাফ প্যাটেল
5/7
অবসরে মুনাফ প্যাটেল
6/7
অবসরে মুনাফ প্যাটেল
7/7
অবসরে মুনাফ প্যাটেল
photos