বাংলায় BJP-র দুর্গাপুজোয় 'সবকা সাথ', মুসলিমরাই সাজিয়ে তুলছেন মাতৃমণ্ডপ

Oct 20, 2020, 21:46 PM IST
1/7

অঞ্জন রায়: EZCC-তে সেজে উঠছে বিজেপির মণ্ডপ। ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার পটশিল্প। তুলি নিয়ে একমনে  সেই কাজ করে চলেছেন এক মুসলিম পটশিল্পী। শুধু তাই নয়, মণ্ডপের কাঠামো হোক বা রং- শেখ মসিউর, আশরফ গাজিরাই দায়িত্ব নিয়ে সাজিয়ে তুলছেন।     

2/7

রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির উত্থান। সেই দলের সঙ্গে সেঁটে গিয়েছে 'হিন্দুত্ববাদী' তকমা। নয়ের দশক থেকে বিজেপিকে নিশানা করতে গিয়ে বিরোধীদের মুখে এক রা 'সাম্প্রদায়িক দল'। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্মরণ করিয়ে দেয়, তাদের জমানাতেই এপিজে আবদুল কালাম হয়েছিলেন দেশের রাষ্ট্রপতি।  ২০১৪ সালে জিতে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন,'সবকা সাথ, সবকা বিকাশ'।  ৫ বছর পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে জুড়েছিলেন 'সবকা বিশ্বাস'।               

3/7

সল্টলেকে বিজেপির দুর্গাপুজোর আয়োজনে সেই 'সবকা সাথ'-এর উজ্জ্বল উপস্থিতি। রং করছেন শেখ মসিউর। পট আঁকছেন মুসলিম চিত্রকর।   

4/7

মুসলিম চিত্রকর, শেখ মসিউর, আশরফ গাজিদের নাওয়া-খাওয়ার  সময় নেই। রাতদিন কাজ করে তিলে তিলে গড়ে তুলছেন দুর্গামণ্ডপ। তাঁদের নিখুঁত মুন্সিয়ানায় মাথা তুলে দাঁড়াচ্ছে জমিদারি বাড়ির নাটমন্দির। ধর্ম-রং-রাজনীতির প্যাঁচকষের চেয়ে উত্‍সবই বড় মানুষগুলোর কাছে।

5/7

মুসলিম চিত্রকর বলেন, ''আমরা বংশ পরম্পরায় পটচিত্রের। কাজে ওসব জাতপাত নেই। কাজই কর্ম।'' রংমিস্ত্রি শেখ মসিহর রহমানের কথায়, ''প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শুনেই ভালো লাগছে।'' 

6/7

মুসলিম শিল্পীদের বরাত দিয়েছেন? বিজেপির এক রাজ্য নেতা বলেন,''এটাই তো অপ্রচার। বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়। বরং সেকুলারিজমের নামে মুসলিমদের সঙ্গে ভণ্ডামি করে এসেছে বিরোধীরা। ধীরে ধীরে মুসলিম সমাজও বুঝতে পারছে। বিরোধীরা মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবেই দেখে এসেছে। কিছুই উন্নয়ন করেনি। মুসলিমদের ভারতীয় হিসেবে দেখি আমরা।''  

7/7

সল্টলেকে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষষ্ঠীতে বাঙালির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।