Nabanna: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ নয়, নতুনদের চাকরি, বড় সিদ্ধান্ত রাজ্যের

Aug 21, 2021, 21:17 PM IST
1/5

নবান্নের বড় সিদ্ধান্ত

Nabanna's big decision

নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ আর চাইছে না নবান্ন। বরং সেখানে নতুন চাকরিপ্রার্থীদের সুযোগ দিতে চায় রাজ্য সরকার।

2/5

খরচে রাশ

Cost Cutting Measures

দ্রুত শূন্যপদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের চিঠিতে। একইসঙ্গে খরচেও রাশ টানা যাবে বলে মনে করছে প্রশাসনের একাংশ।    

3/5

পুনর্নিয়োগের তথ্যাদি

Information related Re-Joing

অবসরের পর বিভিন্ন দফতরে আধিকারিক ও কর্মীদের পুনর্নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সমস্ত দফতরকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ করা হলেও সেই তথ্য পাঠাতে হবে।

4/5

পুনর্নিয়োগের তথ্যাদি

Information related Re-Joing

চিঠিতে বলা হয়েছে, কর্মিবর্গ দফতরের অনুমোদন ছাড়াই পুনর্নিয়োগ করা হচ্ছে। সে কারণে সবিস্তারে দ্রুত তথ্য পাঠাতে বলা হয়েছে। তাতে থাকতে হবে পুনর্নিয়োগের দিনক্ষণ সংক্রান্ত তথ্য।

5/5

৭ অগাস্ট সময়সীমা

Answer within 7 august

প্রতি মাসে অবসর নেওয়া কর্মীদের নামের তালিকা পাঠাতে বলেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। প্রতি মাসের ৭ অগাস্টের মধ্যে ওই তথ্য পাঠাতে বলা হয়েছে। কোনও কর্মীর মৃত্যু হলেও জানাতে হবে।