রাজ্য শাক-সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী: সূত্র

Mar 31, 2019, 23:42 PM IST
1/5

সুতপা সেন: ভোটের মুখে অস্বাভাবিক দাম বেড়েছে শাক-সবজি ও মাছের। আর দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ রাজ্য প্রশাসন।

2/5

সূত্রের খবর, ভোটের মুখে বাজার দর কমাতে নড়েচড়ে বসেছে নবান্ন। বিশাখাপত্তনম থেকে ফিরেই টাস্কফোর্সের বৈঠক ডাকতে পারেন মুখ্যমন্ত্রী।

3/5

বাজারে উচ্ছে ১০০ টাকা, ঝিঙে ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, ঢেঁড়শ-পটল ৬০ থেকে ৮০ টাকায় বিকোচ্ছে। দাম বেড়েছে আলুরও। একই ঊর্ধ্বমুখী মাছ ও ডিমের দাম।

4/5

শাক-সবজির দাম কেন বাড়ল, তা জানতে কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে। কৃষি দফতরের আধিকারিকদের বক্তব্য, অকাল বৃষ্টির ফলে চাষের ক্ষতি হয়েছে। সে কারণে দাম বেড়েছে। 

5/5

তবে এই যুক্তি পুরোপুরি সঠিক কিনা তা দেখবে প্রশাসন। বিশেষ করে এর পিছনে ফড়ের হাত আছে কি না তার দেখা হবে।