মুকুলের সঙ্গে তো মির্জাই বৈঠকের ব্যবস্থা করেছিলেন, বিস্ফোরক নারদকর্তা

Sep 26, 2019, 19:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মির্জার সঙ্গে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন মুকুল রায়। অভিযোগ উঠেছে, মির্জার মাধ্যমে টাকার লেনদেন করতেন তত্কালীন তৃণমূল নেতা। সে কথা মনে করিয়ে দিয়ে মুকুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নারদকর্তা। 

2/5

মির্জা তো মুকুল রায়ের ম্যান হিসেবে পরিচিত ছিলেন। এখন তো মুকুল বিজেপিতে। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? ম্যাথু স্যামুয়েলের কথায়, ''নিশ্চিত। এটা দরকার। আমি রাজনীতিক নই। আমি বিচার চাই।''

3/5

নারদকর্তার দাবি, মুকুল রায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন মির্জা।  

4/5

মুকুল রায় এনিয়ে বলেছেন,''ওরা ব্যবসার জন্য এসেছিলেন। আমি তখন মির্জার সঙ্গে দেখা করতে বলি। কোনও টাকা লেনদেনের কথা বলিনি।''কিন্তু ব্যবসার জন্য পুলিস সুপারের কাছে পাঠালেন কেন? মুকুলের ব্যাখ্যা, ওরা বর্ধমানে ব্যবসা করতে চেয়েছিল। জমি-জায়গা পেতে গেলে পুলিস সুপারদের লাগে।

5/5

নারদাকাণ্ডে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে মির্জাই একমাত্র সরকারি আমলা। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এনিয়ে নারদকর্তা বলেন, ''সিবিআইয়ের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। শেষপর্যন্ত নারদাকাণ্ডে গ্রেফতারি শুরু করেছে সিবিআই। এই ধরনের দুর্নীতিতে জড়িত আমলারা। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা দরকার। সেই প্রক্রিয়া শুরু হওয়ায় ইতিবাচক বার্তা দিল সিবিআই। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।''