1/20
ফালাকাটায় চার লেনের রাস্তার শিলান্যাস করা হয়েছে। শিলিগুড়ি যাওয়ায় সুবিধা হবে। আপনাদের সমস্যার সমাধান করেনি বাম, কংগ্রেস বা তৃণমূল। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পদক্ষেপ করা হয়েছিল ২০ বছর আগে। ১৩-১৪ বছর আগে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন পর আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে। গরিবদের সুরাহার কথা ভাবে না অসংবেদনশীল সরকার।
2/20
photos
TRENDING NOW
3/20
4/20
5/20
বন্ধ চা বাগানগুলি খুলিয়েছে কেন্দ্রীয় সরকার। চা বাগানে কাজ করা শ্রমিকদের জন্য নতুন প্রকল্প এসেছে বাজেটে। এমন প্রকল্প স্বাধীনতার পর কখনও আসেনি। চায়ের বাগানে কাজ করা ভাই-বোনেরা পেনশনের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনার মাধ্যমে ৪০-৪২ কোটি অসংগঠিত শ্রমিকরা ৬০ বছরের পর ৩ হাজার টাকার পেনশন পেতে চলেছেন। মাসে ৫ থেকে ১০ হাজার আয় করলে এই প্রকল্পের সুবিধা মিলবে। এজন্য ১০০ টাকা প্রতি মাসে দিতে হবে। সমপরিমাণ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার।
6/20
গরিবদের সকল সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা আগে কখনও করা হয়নি। এক টাকা প্রতি মাসে ও ৯০ পয়সায় প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা ও প্রধানমন্ত্রী দুর্ঘটনা বিমা প্রকল্প চলছে। পশ্চিমবঙ্গ থেকে প্রকল্প চালু হয়েছিল। ৩১ কোটি গরিব প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। সস্তায় রেশন, ওষুধ পাচ্ছেন- সব ব্যবস্থা দিল্লি থেকে ভারত সরকার করছে। পশ্চিমবঙ্গে ৬৫ হাজারের বেশি পাকা ঘর পেয়ে গিয়েছেন গরিবরা।
7/20
মা-মাটি মানুষ সরকারের নামে বামপন্থীদের কুশাসন থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছিল তৃণমূল। সেটাই রাজনৈতিক সংস্কৃতি বানিয়ে নিয়েছে ওরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিদি। অথচ দাদাগিরি চলছে অন্যদের। টিএমসি শাসনে থাকলেও আসল ক্ষমতা জগাই-মাধাইয়ের। টিএমসি সরকারের সব প্রকল্পে হস্তক্ষেপ করছে দালালরা। অথচ দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত দিদি। সিন্ডিকেটের হাতে বাংলার গরিব মানুষকে ছেড়ে দিয়েছেন উনি। সিন্ডিকেট থেকে মুক্তি চাই। জগাই-মাধাইয়ের এই জোটকে খতম করতে হবে। হিংসার শেষ হওয়া দরকার। বাংলার যুবকদের খুন-খারাপি থেকে স্বাধীনতা চাই না।
8/20
পাশেই ত্রিপুরায় বামপন্থীদের পতাকা উড়ত। ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা লাল ঝান্ডাকে দমিয়ে সুখ-শান্তির সূর্য উঠিয়েছেন। ত্রিপুরায় যা হয়েছে সেটা বাংলাতেও হবে। আপনাদের সকলের সহযোগিতায় সবকা সাথ সবকা বিকাশ পশ্চিমবঙ্গে আসবে। জগাই-মাধাইয়ের পলায়ন নিশ্চিত। ভারতের জনতা পার্টির কর্মীরা গুন্ডাগিরির শাসনের সঙ্গে লড়াই জন্য তৈরি।
9/20
হাজার হাজার গরিব মানুষের টাকা লুঠেছে যারা, তাদের বাঁচাতে নেমে গিয়েছেন দেশের মুখ্যমন্ত্রী। এটা দেশের ইতিহাসে প্রথম। গরিবদের টাকা লোপাটকারীদের পক্ষ নিয়ে দিনেদুপুরে ধরনায় বসে গিয়েছেন।গরিবদের যারা লুঠেছে, তাদের বাঁচাতে চাইছেন দিদি। বিদেশে জাতিবিদ্বেষের বিরুদ্ধে সত্যাগ্রহ করেছিলেন মহাত্না গান্ধী। নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতীয়দের একজোট করে আন্দোলন করেছিলেন। আজ পশ্চিমবঙ্গে এমন মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি গরিবদের মেহনতের টাকা যারা লুঠেছে, তাদের বাঁচাতে ধরনা দিচ্ছেন।
10/20
পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করছেন, পীড়িতদের পরিবার প্রশ্ন করছেন, দুর্নীতির তদন্তে আপনি এত ভয় পেয়েছেন কেন? কেন যাদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ রয়েছে, তাদের জন্য ধরনা দিচ্ছেন। সারদা, নারদা রোজভ্যালির প্রতারণার শিকার প্রতিটি পরিবারকে বিশ্বাস দেওয়াতে চাই, লুঠেরা হোক বা তাদের আশ্রয়দাতা- চৌকিদার কাউকে ছাড়বে না। যতই নেতানেত্রীদের নিয়ে ধরনায় বসুন না কেন, পাই পাইয়ের হিসাব নেওয়া হবে। আপনাদের এই পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের বিচারের ব্যবস্থা করে সরকার।
11/20
কলকাতায় দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির মদতদাতাদের জন্য মঞ্চ করা হয়েছিল। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে কোথায় কোথায় ধরনা দেবেন? দুর্নীতিগ্রস্তদের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে এরা। গরিবদের টাকা যারা লুঠেছে, প্রতিরক্ষার দালালদের বিদেশ থেকে উঠিয়ে আনছি। তাদের বাঁচাতে শক্তিক্ষয় করবেন না। 'মহামিলাবটে'র সব দলকে বলতে চাই, দালালদের বাঁচানোর চেষ্টা সফল হতে দেবে না মোদী।
12/20
13/20
14/20
15/20
গুন্ডা ও সিন্ডিকেটরাজ থেকে মুক্তি পাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তবে হুমকিতে ভয় পান না বিজেপি কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে ট্রেলার দেখিয়েছেন। বুথ লোটার পরও বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন মানুষ। পশ্চিমবঙ্গের জনতাকে বলতে চাই, প্রতিটি যুব সঙ্গীদের আশ্বস্ত করতে চাই, আপনাদের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশের নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সুরক্ষা ও নিরাপত্তার গ্যারান্টি দেবে তারা।
16/20
17/20
মহিলাদের ক্ষমতায়ন চাই আমরা। তিন তালাক চালু করার ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। তিন তালাকের আইনের বিরোধিতা করছে। বলছে, আমরা এলে আইন বাতিল করে দেব। লক্ষাধিক মুসলিম বোন-মেয়েদের বিশ্বাসভঙ্গ করেছে কংগ্রেস। কংগ্রেস আবার দেখিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট মানে না ওরা। শীর্ষ আদালত তিন তালাক অসাংবিধানিক ঘোষিত করে দিয়েছে। সাহ বানো মামলায় যে ভুল করেছিলেন রাজীব গান্ধী, সেটা আবার করছে তারা। কী ভয়ঙ্কর পর্যায়ের মধ্যে দিয়ে যান তিন তালাকের শিকার মহিলারা।
18/20
পশ্চিমবঙ্গের অনেক বোনেরা এই ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিন তালাক বিরোধী আইন দাবি করেছিলেন তাঁরা। কিন্তু তোষণের জন্য সব সীমা পার করে দিয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূলকে জিজ্ঞাসা করছি, আপনি একজন মহিলা, কেন তিন তালাক আইনের বিরোধিতা করছেন? ভোট বেশি দামি না মুসলিম মা-বোনেদের জীবন। সবাইকে প্রতিশ্রুতি দেব, তিন তালাক আইন হঠাতে দেব না। মহিলাদের ন্যায় নিশ্চিত করতে বদ্ধপরিকর বিজেপি।
19/20
কখনও ভেবেছি, নেতাজি এত শক্তি কোথা থেকে পেলেন। আন্দামান সেলুলার জেলে গিয়ে বাংলার বীরদের নাম পড়তাম। কালা পানির সাজার পরও বাংলার মাটিতে বিদ্রোহ করতেন তরুণরা। কী আছে এই মাতৃভূমিতে? বাংলার মাটিতে কী দম রয়েছে! এখানে আসার পর বুঝলাম, দিদির জুলুমের পরও এখানে কেউ ভয় পায় না। এত হিংসা, অত্যাচারের পর এত শক্তি ,আপনাদের দেখে মনে হচ্ছে, নেতাজি সুভাষ কেন বাংলার মাটিতে জন্মেছিলেন। এতটাই বীর আপনারা। আপনারা আমাদের প্রেরণা।
20/20
photos