ইদের খুশিতে মাতল দেশ, দেখুন ছবিতে

Jun 16, 2018, 10:51 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মাসভর রমজানের উপবাস শেষে শনিবার খুশির ইদ। আর ইদের সকাল থেকে দেশজুড়ে উত্সবের আবহ। দেশের ছোট-বড় শহর ও গ্রামের মসদিজ ও ইদগাহ গুলিতে এদিন সকালে নমাজ পড়তে হাজির হন কোটি কোটি মানুষ। প্রতি বছরের মতো ইদের নমাজিদের ভিড় উপচে পড়ে দেশের সব থেকে বড় মসজিদ দিল্লির জামা মসজিদেও।

2/6

ইদ-উল-ফিতর গোটা বিশ্বের মুসলিমদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই দিনে জাকাত বা দান করেন মুসলিমরা। 

3/6

ইদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাকে শুভেচ্ছা বিনিময় করেন মুসলিমরা। আয়োজন করা হয় দেদার ভুরিভোজের।

4/6

রমজান শেষ হওয়ায়। প্রায় ৩০ দিন পর এদিন মুসলিমরা দিনে খাবার খেতে পারেন। এই উত্সবের খাবারের তালিকায় প্রধান আয়োজন হল সিমাই। ইদে নানা স্বাদের সিমাই তৈরি করেন মুসলিম ঘরণীরা।  

5/6

কথিত আছে, ৬২৪ খ্রীষ্টাব্দে জঙ্গ-এ-বন্দরের পর পালিত হয়েছিল প্রথম ইদ-উল-ফিতর। 

6/6

রমজানের চাঁদ অস্ত যাওয়ার পর ইদের চাঁদ উঠলে তার পর দিন পালিত হয় ইদ। ইসলামি ক্যালেন্ডারের ১০ম মাসের প্রথম দিনে পালিত হয় এই উত্সব। ইসলামে প্রবক্তা হজরত মহম্মদের জন্মদিনে আনন্দে মেতে ওঠেন বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম।