দেখে নিন জেলায় জেলায় কী ভাবে পালিত হচ্ছে বীরসন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন...
National Youth Day: আজ, ১২ জানুয়ারি জাতীয় যুবদিবস। দিনটি, সকলেই জানেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ১৯৮৪ সালে ভারত সরকার দিনটিকে ন্যাশনাল ইয়ুথ ডে ঘোষণা করেছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, ১২ জানুয়ারি জাতীয় যুবদিবস। দিনটি, সকলেই জানেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ১৯৮৪ সালে ভারত সরকার দিনটিকে ন্যাশনাল ইয়ুথ ডে ঘোষণা করেছিল। তারপর থেকে সাড়ম্বরে ও সোৎসাহে দিনটি দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। অন্য মহাপুরুষদের জন্মদিনের মতো দিনটি নিছক একটি ছুটির দিনে পর্যবসিত হয়নি। দিনটি তরুণদের মধ্যে নতুন করে বিবেকানন্দের আদর্শ ও বাণীর প্রচার করার লগ্ন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা নিজের মতো করে পালন করছে জাতীয় যুব দিবস।
1/7
যুবদিবস
যেমন উষ্ণ এক উৎসবরে আয়োজন হল আরামবাগে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। সকাল থেকে মঠে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এলাকার বহু মানুষ,ছাত্র ও এনসিসি ক্যাডারদের নিয়ে শুরু হয়েছে শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন মঠের মহারাজরাও। কামারপুকুর মঠ থেকে কামারপুকুর চটি পর্যন্ত এই শোভাযাত্রা হয়।
2/7
বিবেকানন্দ জন্মজয়ন্তী
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও দিনটি পালন করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আজ, বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয় জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে রামকৃষ্ণ মিশন আশ্রমেই যাত্রা শেষ করে এটি। বিবেকানন্দের বাণী মাইকিং করে শোনানো হয় শোভাযাত্রায়।
photos
TRENDING NOW
3/7
জন্মদিনের স্মরণ
4/7
পদযাত্রা, মাল্যদান
'প্রকৃতি'র কর্ণধার সুবীর মুখোপাধ্যায় বলেন,বিবেকব্রতী সেবা ট্রাস্টকে সঙ্গে নিয়ে তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থা বিবেক উৎসব পালন করছে এবছর। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিবেকানন্দের বাণীর উপর আলোকপাত করে বক্তব্য, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র দান, গুণীজনের সম্মাননা ইত্যাদির মধ্যে দিয়ে সারাদিন পালিত হবে বিবেক উৎসব।
5/7
বিবেকপুজোয় শ্রীরামকৃষ্ণের আরাধনা
চুঁচুড়ার হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ,ইমামবাজার শ্রীশ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ ও প্রবুদ্ধ ভারত সংঘ মিলিত ভাবে দিনটি পালন করছে। বিকানন্দের ভক্ত এবং স্কুলের ছাত্রছাত্রীরা ইমামবাজার থেকে পদযাত্রা শুরু করে বারোদুয়ারী,পিপুলপাতি, হাসপাতাল রোড হয়ে রথতলায় পৌঁছয়। হুগলি বিনোদিনী বালিকা বিদ্যায়লের শিক্ষক পড়ুয়ারা স্বামীজির জন্মদিন পালন করছে। স্কুলের মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে তাদের শোভাযাত্রা শেষ হয় ঘুটিয়াবাজার স্কুলে।
6/7
স্বামী বিবেকানন্দের ১২ ফুট একটি ব্রোঞ্জের মূর্তি
7/7
বীরসন্ন্যাসী
photos