মানুষের প্রাণ বাঁচাতেই লকডাউন; কী বললেন মোদী, জেনে নিন ৭ পয়েন্টে
Mar 24, 2020, 23:54 PM IST
1/7
s 7
করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনার ভয়াবহতার কথা তুলে ধরেন। জেনে নিন ৭ পয়েন্টে।
2/7
s 6
বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় সব জিনিস পাওয়া যাবে। ভারত করোনা মোকাবিলায় এমন এক পর্যায়ে রয়েছে যেখানে আমাদের পদক্ষেপই বুঝিয়ে দেবে করোনা মোকাবিলায় কতটা আমাদের কতটা এগোতে হবে। এই সময় প্রতিজ্ঞা করার সময়।
photos
TRENDING NOW
3/7
S 5
আপনার জানেন করোনা আক্রান্ত একজন প্রথম দিকে অন্যদের মতোই সুস্থ থাকেন। প্রথম প্রথম কোনও লক্ষণ প্রকাশ পায় না। ফলে প্রথমে বুঝতেই পারবেন না। তাই ঘরেই থাকুন।
4/7
S 4
করোনা মোকাবিলায় সরকার ১৫,০০০ কোটি টাকার তহবিল তৈরি করেছে।
5/7
S 3
এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিশ্বে ১ লাখ লোকের মধ্যে করোনা সংক্রমিত হতে ৬৭ দিন লেগেছিল। আর ১ লাখ থেকে ২ লাখে যেতে লেগেছিল মাত্র ১১ দিন। আর ২ লাখ থেকে ৩ লাখ হতে লেগেছিল মাত্র ৪ দিন। তাহলেই ভাবুন কীভাবে ছড়াচ্ছে এই রোগ।
6/7
S 2
আপনাদের বাড়ির সামনে এক অদৃশ্য লক্ষনরেখা আঁকা হয়ে গেল। সবার কাছেই অনুরোধ যারা যে দেশেই থাকুন না কেন বের হবেন না।
7/7
s 1
এই লকডাউনের জন্য যে ক্ষতি হবে তা আমাদের বহন করতে হবে। দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিতেই হবে।