জলের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাতে ডুব দিলেই মাথার চুল খাড়া হয়ে যাবে। আর গোটা মাথায় বিছিয়ে থাকবে সাদা তুলোর মতো বরফ। এমন ‘পুলে’ স্নান করার ইচ্ছা থাকলে চলে আসুন কানাডার ইওকনে।
2/8
Snow_2
ইওকনে একশোর বেশি এমন উষ্ণপ্রস্রবণ রয়েছে যেখানে বিভিন্ন তাপমাত্রার জলে স্নান করতে পারেন। ‘তাকহিনি’ তেমনই একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ।
photos
TRENDING NOW
3/8
Snow_3
জানা যায় এই উষ্ণ প্রস্রবণে একসময় কানাডার ‘ফার্স্ট নেশন’-এর অধিবাসীরা স্নান করতেন। পরবর্তীকালে এই পুল ব্যবসায়িক হয়ে ওঠে।
4/8
Snow_4
১৯৪০ সালে এই পুলটিকে কাঠ এবং ক্যানভাস দিয়ে নতুন করে তৈরি করা হয়। আলাস্কা হাইওয়ে তৈরির সময় এখানে স্নান করতেন মার্কিন সেনা কর্মীরা।
5/8
Snow_5
১৯৫০ সাল থেকে এই পুলটির বিপুল বাণিজ্যকরণ হয়। এখন ইওকন শহরে তাকহিনি উষ্ণ প্রস্রবণ-সহ আরও অনেক পুল রয়েছে যেখানে প্রতি বছর স্নান করতে আসেন বহু পর্যটক।
6/8
Snow_6
শীতকালে এই পুলে নামলেই মাত্র ৬০ সেকেন্ডে মাথার চুল বরফে ঢেকে গিয়ে খাড়া হয়ে যাবে। এই সময় তাপমাত্রা থাকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।
7/8
Snow_7
শীতের মরসুমে এই উষ্ণ প্রস্রবণে স্নান করার জন্য বিভিন্ন প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় জয়ীকে ১৫০ ডলার পুরস্কার দেওয়া হয়।
8/8
Snow_8
তবে, গ্রীষ্ম এবং শরতের সময় ‘তাকহিনি’ পুলের জলের তাপমাত্রা বাড়ে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপামাত্রা থাকে এই প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে। অর্থাত্ সারা বছরই স্নানের নেশায় ভিড় দেখা যায় পর্যটকদের।