Shardiya Navratri 2024: দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে! এদিকে দেশ জুড়ে নবরাত্রির আয়োজনও তুঙ্গে...
Shardiya Navratri 2024: শারোদৎসব শুরু হয়ে গিয়েছে। এদিকে নবরাত্রির আয়োজনও তুঙ্গে দেশ জুড়ে। মা দুর্গার নয় রূপের পূজা এটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারোদৎসব শুরু হয়ে গিয়েছে। এদিকে নবরাত্রির আয়োজনও তুঙ্গে দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের দুর্গোৎসব ও অন্যান্য রাজ্যের নবরাত্রির উদ্দেশ্য অবশ্য একই-- দেবী দুর্গার আরাধনা। এই নবরাত্রিতে ৯ দিনে দুর্গার নটি রূপের পুজো করা হয়।
1/6
নয়টি রূপ
2/6
প্রথম রূপ শৈলপুত্রী
photos
TRENDING NOW
3/6
ব্রহ্মচারিণী- চন্দ্রঘণ্টা-কুষ্মাণ্ড
4/6
স্কন্দমাতা-কাত্যায়নী-কালরাত্রি-মহাগৌরী
দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। সমস্ত মনস্কামনা পূরণ করেন এই দেবী। দুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নী। এই রূপ উমা নামেও পরিচিত। দুর্গার সপ্তম রূপ কালরাত্রি। মনে করা হয় কালরাত্রির পুজো করলে অসুরের নাশ হয়। এই দেবী সর্বদা শুভ ফল প্রদান করেন বলে শুভঙ্করীও। মহাগৌরী হল দুর্গার অষ্টম স্বরূপ। নবরাত্রির অষ্টম দিনে এঁর পুজো হয়।
5/6
শেষ রূপ সিদ্ধিদাত্রী
6/6
শারদীয়া বিজয়াদশমী
photos