এখনই ভোট হলে সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ-র, ছোট দলগুলির হাতে চাবিকাঠি: রিপাবলিক সমীক্ষা
Dec 24, 2018, 22:53 PM IST
1/38
২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি একাই তিনশো আসন পার করবে বলে দাবি করছেন অমিত শাহ। তিন রাজ্যে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। পাঁচ রাজ্যে ভোটের আগে পর্যন্তও মনে হচ্ছিল, নরেন্দ্র মোদী বুঝি ফাঁকা মাঠেই গোল করবেন। কিন্তু তিন রাজ্যে হারার পর জমে উঠেছে লড়াই।
2/38
এখনই লোকসভা হলে আসনপ্রাপ্তি
রিপাবলিক টিভি ও সি ভোটারের ন্যাশনাল অ্যাপ্রুভাল রেটিংসের সমীক্ষা অনুযায়ী, এখনই ভোট হলে ২৪৭টি আসন জিততে পারে পারে এনডিএ। ১৭১টি আসন ইউপিএ-র দখলে। অন্যান্যরা ১২৫টি।
photos
TRENDING NOW
3/38
এখনই লোকসভা হলে আসনপ্রাপ্তি
রিপাবলিকের সমীক্ষা মিলে গেলে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। কিন্তু তার কাছাকাছি আসে এনডিএ। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অন্যান্যরা। ফলে সরকার গঠনের চাবিকাঠি অন্যান্যদের হাতে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কতটা আসনপ্রাপ্তি এনডিএ ও ইউপিএ-র?