১ ঘণ্টা দিনের আলোতেই সুতির মাস্ক থেকে নাশ ৯৯.৯৯% জীবানু ও ব্যকটেরিয়া
Nov 13, 2020, 10:44 AM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: দিনের আলো আর মাত্র ১ ঘণ্টা, কাপড়ের তৈরি মাস্ক থেকে উধাও ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ও ভাইরাস। এমনই তথ্য উঠে এল গবেষণায়। কাপড়ের তৈরির তিন স্তরের মাস্ক ২২ ন্যানোমিটারের ভাইরাসকে আটকাতে সক্ষম হচ্ছে।
2/6
তবে তা জীবিত থাকে মাস্কের উপর। যদি আপনার কাশি বা সর্দি হয়, সেক্ষেত্রেও আপনার মুখ থেকে বের হওয়া জীবাণু আটকাতে সিদ্ধহস্ত কাপড়ের তৈরি মাস্ক। এরপর রোদ এবং ব্যবহার করা মাস্ক ধুঁয়ে ফেললে যেকোনও ভাইরাস ও ব্যাকটেরিয়া হাত থকে পুরোপুরি নিস্তার মিলছে, বলছে সমীক্ষা।
photos
TRENDING NOW
3/6
এসিএস অ্যাপ্লাইড মেটেরিয়ালস এবং ইন্টারফেস জার্নালে প্রকাশিত সমীক্ষার পর বলা হয়েছে, মাস্কের উপরিতলে ব্যাকটিরিয়া এবং ভাইরাস বেঁচে থাকে।
4/6
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস গবেষকরা জানাচ্ছেন, একটি নতুন সুতির কাপড়ের মাস্ক নিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। দিবালোকের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে reactive oxygen species (ROS) প্রকাশ করছে।
5/6
যা মেরে ফেলছে ভাইরাস ও ব্যকটেরিয়াকে। এছাড়া আপনিও জীবাণুমক্ত করার জন্য ধুয়ে নিয়ে ওই মাস্ককে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন।
6/6
দুপুরের কড়া রোদে কাপড়ের মুখোশটি রাখলে জীবাণুমুক্ত হয়ে যাবে এছাড়া তীব্র তাপেও জীবানু নাশ হবে।