Punjab: প্রাক্তন বিধায়কদের পেনশনে কোপ, নতুন ফর্মুলা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Mar 26, 2022, 13:10 PM IST
1/5

এক মেয়াদের পেনশন বিধায়কদের

pension for one term only

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুক্রবার জানিয়েছেন যে প্রাক্তন বিধায়করা এখন শুধুমাত্র একটি মেয়াদের জন্যই পেনশন পাবেন। প্রতিবার বিধায়ক হওয়ার ফলে আগের মত পেশনের পরিমাণ বৃদ্ধি হবে না। 

2/5

কীভাবে বাড়ে পেনশন

How does pension increase

একজন বিধায়ক এক মেয়াদের জন্য প্রতি মাসে প্রায় ৭৫,০০০ টাকা পেনশন পান। এরপরে, পরবর্তী প্রতিটি মেয়াদের জন্য পেনশনের সঙ্গে অতিরিক্ত ৬৬ শতাংশ দেওয়া হয়।

3/5

কত জন পাচ্ছেন পেনশন

how many people are getting pension

২৫০ জনের বেশি প্রাক্তন বিধায়ক বর্তমানে এই হারে পেনশন পাচ্ছেন।

4/5

কী হবে এই টাকায়

What will happen with this money

মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে সঞ্চিত অর্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। 

5/5

পারিবারিক পেনশন কমবে

family pension will also reduce

প্রাক্তন বিধায়কদের পারিবারিক পেনশনও হ্রাস করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মান।