নতুন ভয়ঙ্কর ম্যালেরিয়ার হানা দেশে, শঙ্কিত স্বাস্থ্যমহল

Dec 11, 2020, 13:37 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নতুন ধরনের ম্যালেরিয়ার হানা। প্লাসমোডিয়াম ওভাল। কেরালায় দেখা দিয়েছে এই নতুন ম্যালেরিয়ার প্রকোপ। করোনা পরিস্থিতিতে ভাইরাস নিয়ে নাজেহাল গোটা বিশ্ব। ভ্যাকসিনের সফলতার দিকে তাকিয়ে স্বাস্থ্যমহল। অন্যদিকে, একাংশের মতে এরই মাঝে কোণঠাসা হয়ে গিয়েছে ম্যালেরিয়া যক্ষ্মা ক্যান্সারের মতো রোগ। 

2/5

সাম্প্রতিক কালে করোনা পরিস্থিতিতে নতুন ম্যালেরিয়া হানা চিন্তা বাড়াচ্ছে।  কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা বৃহস্পতিবার বলেন, নতুন ধরনের ম্যালেরিয়া দেখা দিয়েছে রাজ্যে। 

3/5

এক সেনার শরীর থেকে পাওয়া গিয়েছে এই ম্যালেরিয়ার সন্ধান। কান্নুরের জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই সেনা। 

4/5

সুদান থেকে ফিরেছিলেন ওই সেনা। তারপর অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে ভর্তি করলে তার শরীর থেকে সন্ধান মেলে এই নতুন ধরনের ম্যালেরিয়ার।   

5/5

সঠিক সময়ে শরীরে এই ম্যালেরিয়ার ধরা পড়লে তার চিকিৎসা করা সম্ভব হবে। কিন্তু  এই ম্যালেরিয়ার সঠিক চিকিৎসা না হলে যে কী বিপদ হতে পারে, সেই আশঙ্কাও এড়িয়ে যাচ্ছে না স্বাস্থ্য মহল।