গাড়ি কিনবেন ভাবছেন? এসে গিয়েছে নতুন Wagon R, দেখে নিন রূপ, জেনে নিন গুণ

Jan 23, 2019, 13:14 PM IST
1/5

ভারতে লঞ্চ হল মারুতি সুজুকির নতুন ওয়াগন আর। তৃতীয় প্রজন্মে এই ওয়াগন আর রূপে গুণে আগের প্রজন্মের থেকে আরও ভাল বলে দাবি সংস্থার। দিল্লিতে নতুন মডেলের দাম শুরু হচ্ছে ৪.১৯ লক্ষ টাকা এক্স শোরুম থেকে। টপ ভেরিয়্যান্টের দাম পৌঁছবে ৫.৬৯ লক্ষ টাকায়।

2/5

নতুন ওয়াগন আর-এ বেশ কিছু বড়সড় বদল করেছে মারুতি সুজুকি। বদলে গিয়েছে গাড়ির ফ্রন্ট লুক। গাড়িতে নতুন গ্রিল ও হেডল্যাম্প ব্যবহার করেছে সংস্থা। এছাড়া ফ্রন্ট বাম্পারে রয়েছে ত্রিকোণাকার ফগ ল্যাম্প ক্লাস্টার। 

3/5

গাড়ির পিছনেও আমূল বদল করেছে মারুতি সুজুকি। এবার আরও লম্বা টেইল ল্যাম্প ব্যবহার করেছে তারা। পুরনো ওয়াগন আরের তুলনায় নতুন ওয়াগন আর আরও ৬০ মিমি লম্বা। ১৪৫ মিমি চওড়া। কিন্তু গাড়ির উচ্চতা ২৫ মিমি কমিয়েছে সংস্থা।   

4/5

গাড়িটির হুইলবেস আগের থেকে ৩৫ মিমি বাড়িয়েছে মারুতি সুজুকি। ফলে গাড়ির ভিতরে জায়গায় অভাব হওয়ার কথা নয়। 

5/5

এই প্রথম ওয়াগন আর-এ ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে মারুতি সুজুকি। তবে ১ লিটার ভার্সনও মিলবে। ১.২ লিটার ইঞ্জিন থেকে মিলবে ৬৭ বিএইচপি ক্ষমতা ও ৯০ নিউটর মিটার টর্ক। সঙ্গে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। তবে অটোমেটিক ট্রান্সমিশনেও মিলবে এই গাড়ি। মাত্র ১১,০০০ টাকায় নতুন ওয়াগন আর-এর বুকিং শুরু করেছে মারুতি।