New Parliament Building: কেমন হবে নতুন সংসদ ভবন? চলুন একটা ভার্চুয়াল ট্যুর করা যাক...

New Parliament Building: বিতর্ক থাকবেই। কিন্তু ওদিকে তো রমরম করে চলছে সংসদ ভবনের কাজ। আপাতত দেখে নেওয়া যাক, কেমন হতে চলেছে এই ভবনটি।

| May 25, 2023, 20:30 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮ মে সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন। অন্যদিকে বিরোধী দলগুলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে এটি উদ্বোধন করার দাবি তুলেছে। ২০২০ সালের ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আপাতত দেখে নেওয়া যাক, কেমন হতে চলেছে এই ভবনটি।

1/6

৬৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে

নতুন ভবনটি পুরনো সংসদ ভবনের পাশেই তৈরি হচ্ছে। ৬৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে এটি তৈরি হবে। ত্রিকোণাকৃতি ভবনটির নানা বিশেষত্ব।

2/6

বড় লোকসভা ফ্লোর

এতে থাকছে আগের চেয়ে অনেক বড় লোকসভা ফ্লোর। জাতীয় পাখি ময়ূরের থিম ব্যবহার করে এটি তৈরি হচ্ছে। 

3/6

থিম পদ্ম

রাজ্যসভার এরিয়াও আগের চেয়ে বড়। এর থিম জাতীয় ফুল পদ্ম।  

4/6

আগের চেয়ে বড়

এর সংবিধান হলটাও আগের চেয়ে বড়।

5/6

অফিস স্পেস

এই সংসদ ভবনের অফিস স্পেসটাও বড়। এই অংশে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা মজুত থাকছে। 

6/6

লাইব্রেরি

নতুন ভবনটির লাইব্রেরিও খুব উন্নত মানের। এখান থেকে তথ্য ব্যবহারের পদ্ধতি খুবই আধুনিক ও সহজ হবে।